কবিতা :: একটি প্রেমের কাহিনী
কলমে :: সৌমিত্র মুখার্জী
তারিখ :: ১০.০২.২০২১
যখনই প্রেমহীন অরন্যের দাবানলে আল্পনার ইচ্ছেরা,নতুন মলাটের অবয়বে কবিতার হাজারো প্রতিবিম্ব বয়। তখনই সূর্যালোকের স্মৃতি, অমৃত চুম্বন, মিষ্ঠ স্রোত, শীতের শেষে শ…
কবিতা :: একটি প্রেমের কাহিনী
কলমে :: সৌমিত্র মুখার্জী
তারিখ :: ১০.০২.২০২১
যখনই প্রেমহীন অরন্যের দাবানলে আল্পনার ইচ্ছেরা,
নতুন মলাটের অবয়বে কবিতার হাজারো প্রতিবিম্ব বয়।
তখনই সূর্যালোকের স্মৃতি, অমৃত চুম্বন, মিষ্ঠ স্রোত,
শীতের শেষে শুস্ক হৃদয়ে বয়ে আনে বসন্তের আগমন।
আবার যেনো সুমিষ্ট আলতো ছোঁয়ায় উত্তাপ আঁকড়ে রয়,
নৈরাশ্য লোপন ছাড়িয়ে মন কেমনের ফেলে আসা বারান্দায়।
তারপর একদিন সোনালী স্বপ্নগুলো জীবনের পরিসরে দূরত্ব অতিক্রম করে,
গড়ে তোলে ঘন সবুজ কুয়াশার বুকে একটি প্রেমের কাহিনী।