Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সেরা কলম সম্মাননাদৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম - বিভাজনকলমে - কবি সুব্রত মিত্রকোলকাতা - ৭০০১৫০।১০/০২/২০২১।
ওজনের দরে বিভাজন হয় আজবিভাজন হয় আজ খাতির;আদর;মানবতারবিভাজন হয়ে গেছে সংসারের নীতিকথার। 
বিভাজন হতে হতে পক্ষপাতিত্বহীন--শৈশবট…

 


সেরা কলম সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা

শিরোনাম - বিভাজন

কলমে - কবি সুব্রত মিত্র

কোলকাতা - ৭০০১৫০।১০/০২/২০২১।


ওজনের দরে বিভাজন হয় আজ

বিভাজন হয় আজ খাতির;আদর;মানবতার

বিভাজন হয়ে গেছে সংসারের নীতিকথার। 


বিভাজন হতে হতে পক্ষপাতিত্বহীন--

শৈশবটাও বিভাজন হয় পেটের জ্বালায়,

মসৃণতা ডুবে যায়;দুর্বল হয় সমন্বয়

বিভাজন শব্দটি ফুলে ফেঁপে ওঠে উর্বরতায়। 


ওজনের দরে বিভাজন হয়ে যায় প্রেমিকের দরবার

বিভাজন হয়ে যায় রাজনীতির মূলনীতি

অবলুপ্তির পথ বেছে নেয় সঙ্ঘের দল

বিভাজনের পথে হেঁটে হেঁটেই নেতাদের দলবদল। 


বিভাজন ভেঙেছে ধর্ম,বিভাজন ভেঙেছে মর্ম

অবিভক্ত হৃদয়ের মণিকোঠায় দণ্ড জেগে শক্ত

চিত্রায়ণের কল্পনায় নেয়নি আশ্রয় কোনো স্থিতিশীল ভক্ত, 


বিভাজন হয়ে যায় পথ এবং পথিকের

বিভাজন হয়ে যায় সাগর এবং নাবিকের,

অসচ্যুৎ হয়ে যায় আকাশের সকল রশ্মি

তারারা গৃহহীন হয়ে পড়ে

ঘর নেই তবু পাখিগুলো ফিরে আসে ঘরে।