Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শূন্যের খেলা অনির্বাণ মুখোপাধ্যায় ০২/০২/২০২১------------------------প্রথমে ওদের মন দিয়ে শেখানো হল বিয়োগ। বিয়োগফল কম হতে হতে একসময় হয়ে গেল শূন্য। তখন ওদের বলা হল--যা আছে সমান ভাগে ভাগ করে নিতে। মহানন্দে ভাগ করে ওদের ভাগে থাকলো শূন…

 


শূন্যের খেলা 

অনির্বাণ মুখোপাধ্যায় 

০২/০২/২০২১

------------------------

প্রথমে ওদের মন দিয়ে 

শেখানো হল বিয়োগ। 

বিয়োগফল কম হতে হতে 

একসময় হয়ে গেল শূন্য। 

তখন ওদের বলা হল--

যা আছে সমান ভাগে 

ভাগ করে নিতে। 

মহানন্দে ভাগ করে 

ওদের ভাগে থাকলো শূন্য। 

এরপর ওদের বোঝানো হল--

সবাই একজোট হয়ে যোগ করো। 

নতুন উৎসাহে সব যোগ করে 

ওদের সমষ্টিগত ভাবে থাকলো শূন্য। 

এবার ওদের ফিসফিস করে 

শেখানো হল গুন করতে। 

বিরাট বিরাট সংখ্যা দিয়ে 

গুন করে দিনের শেষে 

ওরা পেল শূন্য। 

তখন শূন্য পেটে মুঠি 

ওপর দিকে তুলে ওরা 

গলা চিরে চিৎকার করলো--

সাম্যবাদের জয় হোক।