Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাগদ্য কবিতাকবিতার নাম - "অ্যালবামের পাতা খুলতেই"কলমে - শুক্লা সরকারতারিখ - ০২/০২/২০২১     **************
অ্যালবামে ঘুমিয়ে থাকা ছবিগুলি, ধীরে ধীরে জেগে ওঠে ছায়ার মতন ।ঘরের দেওয়াল টা ঠিক ছায়া ছবির…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

গদ্য কবিতা

কবিতার নাম - "অ্যালবামের পাতা খুলতেই"

কলমে - শুক্লা সরকার

তারিখ - ০২/০২/২০২১

     **************


অ্যালবামে ঘুমিয়ে থাকা ছবিগুলি, 

ধীরে ধীরে জেগে ওঠে ছায়ার মতন ।

ঘরের দেওয়াল টা ঠিক ছায়া ছবির মত লাগছে । 

বৃষ্টিহীন-রাত্রিতে আকাশটাও আপন খেয়ালে - 

অশনিকে ডেকে আনলো ।

ব্যঙ্গপ্রিয়-রাত্রি পাঠালো, তার 

বিষাদময়-নির্জনতার গন্ধ ।

এলোমেলো স্মৃতির এখন গভীর অসুখ,

অসতর্ক মুহূর্তের অজ্ঞনতার আড়ালে, 

ভালোবাসার আপন-খেয়ালে, 

হাওয়া-মর্মরিত তারারা, অসহ-আবেগে 

হাততালি দিয়ে উঠলো । 

নিষ্ঠুর ঈর্ষায়, পলাশ গাছটাও চোখ রাঙাচ্ছে, 

রক্তরাঙ্গা ফুলে ফুলে অভিজ্ঞ হাসিতে 

সেও একবুক রঙের-সাহস দেখালো ।

একদিন পলাশ গাছের তলে দাঁড়াতেই 

অজান্তেই মাথায় পড়েছিল কিছু  

আশীর্বাদী পলাশের লাল পাপড়ি।

ছায়াছবিতে ভেসে উঠলো সেই সেদিনের 

তীক্ষতম সুখের মতন গাঢ় প্রেমের                           আপ্লুত লাল - পলাশের ফুল ।   

শান্ত-নির্বাসনের অজ্ঞাতবাসে মায়াবী

রাত্রির নীরবতা এঁকে দিলঅ্যালবামের 

ঘুমিয়ে থাকা ছবি গুলোর মতই ।

চুপি চুপি খুলে যায় গোপন হৃদয়ের

সোনালী - সময়ের আলো-ছায়া মাখামাখি 

লগ্নভ্রষ্টতা আনমনা খুশীর হাওয়া ।

সবে সবে সযত্নে খুলেছিলাম অ্যালবামের

পুরোনো নিসর্গ জীবন্ত সহচরী। 

শান্তির সান্নিধ্য চেয়ে যত ক্ষত ছিল মনে, 

ছায়াছবি নিয়ে এল, স্নিগ্ধতার পরম

আর্তিতে স্মৃতির অম্লান আকাশ ।।