Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দেখার ভাঁজে লুকোনো            প্রদীপ সেন     আগরতলা, ০৫/০২/২১
শিশিরস্নাত প্রভাতঘাসে আর গাছে বিন্দু বিন্দু জলপ্রভাতী রোদ্দুর শিশিরে শিশিরেহীরকীয় দ্যুতি এঁকে দেয়।কেউ দেখে এটা হাসিকেউ বলে কান্না। আসলে কেউই মিথ্যে নয়দেখার দৃষ্টিকোণ ভি…

 


দেখার ভাঁজে লুকোনো

            প্রদীপ সেন

     আগরতলা, ০৫/০২/২১


শিশিরস্নাত প্রভাত

ঘাসে আর গাছে বিন্দু বিন্দু জল

প্রভাতী রোদ্দুর শিশিরে শিশিরে

হীরকীয় দ্যুতি এঁকে দেয়।

কেউ দেখে এটা হাসি

কেউ বলে কান্না। 

আসলে কেউই মিথ্যে নয়

দেখার দৃষ্টিকোণ ভিন্ন ভিন্ন 

এই যা। 

জীবনটা অদ্ভুত ছবির মতো। 

কেউ একে বেসুরোই বলে

কেউ একে দেখে সুরময়। 

যা দেখছি, যতটা দেখছি বলে মনে হয় 

সব দেখাই বুঝি আপেক্ষিক। 

দেখার ভাঁজে ভাঁজে লুকোনো আপাত অদৃশ্যে

সকলের চোখ পড়ে না। 

তাই যেখানে কেউ দেখে হাসি

অন্য কেউ সেখানেই দেখে কান্না। 

তোমার চোখ দিয়ে আমাকে যেন দেখতে বোল না 

আমি বরং আমার চোখ দিয়েই দেখি 

সে কি কান্না, না কি হাসি, না কি আর অন্য কিছু।