শিরোনাম - স্বপ্নকলমে - মহুয়া হাজরাতারিখ- ১৯.০২.২০২১
একটা আকাশ পারবো কিখুঁজে নিতে? উড়বে যেথায় আমার মনের ঘুড়ি,বেঁধে রঙীন ফিতে। স্বপ্নের রেশে, পরীর দেশে, ঘুরিনীল পরীদের মুঠোয় করে, ধরি। মনের কোণায়, একটি কথা ভাসে স্বপ্ন টা যেন, স…
শিরোনাম - স্বপ্ন
কলমে - মহুয়া হাজরা
তারিখ- ১৯.০২.২০২১
একটা আকাশ পারবো কি
খুঁজে নিতে?
উড়বে যেথায় আমার মনের ঘুড়ি,
বেঁধে রঙীন ফিতে।
স্বপ্নের রেশে, পরীর দেশে, ঘুরি
নীল পরীদের মুঠোয় করে, ধরি।
মনের কোণায়, একটি কথা ভাসে
স্বপ্ন টা যেন, সত্যি হয়ে আসে।
একটা সাগর, আমায় দেবে, কেউ?
খুঁজবো ঝিনুক, ভাঙবো শুধু ঢেউ।
সাগর তীরে বালির ঘরে, গড়বো খেলা ঘর
ভাঙবে না কভু, সইবে সে ঘর, সব তুফান, ঝড়। ।