কবিতা _ফাল্গুনী আদর কলমে _পারমিতা মহান্ত
ইচ্ছে হল পদ্য হয়ে গদ্য টাকে একটু ঘাঁটি,ইচ্ছে করেই শব্দ গুলোয় লাগিয়েছি লালমাটি।ফাগুন রাঙা পলাশবনের ডাক পেয়েছি মনে মনে,শীতের ঝরাপাতার ব্যথা গুটিয়ে দিলাম ঘরের কোণে।
বসন্ত আজ তোর শহরে কালো ধোঁয়া…
কবিতা _ফাল্গুনী আদর
কলমে _পারমিতা মহান্ত
ইচ্ছে হল পদ্য হয়ে গদ্য টাকে একটু ঘাঁটি,
ইচ্ছে করেই শব্দ গুলোয় লাগিয়েছি লালমাটি।
ফাগুন রাঙা পলাশবনের ডাক পেয়েছি মনে মনে,
শীতের ঝরাপাতার ব্যথা গুটিয়ে দিলাম ঘরের কোণে।
বসন্ত আজ তোর শহরে কালো ধোঁয়ায় রঙ হারালো,
ঠিক তখনই আমার এ মন শিমুলবনে পথ হারালো।
ধূসর খামের চিঠিখানা আজকে না হয় বন্দি থাকুক,
রঙিন খামের স্বপ্ন গুলো বসন্ত আজ সাজিয়ে রাখুক।
কবে দু চোখ ঝাপসা হয়ে দিনযাপনে হোঁচট খেলাম!
শীতের কাঁথার ভাঁজে ভাঁজে সে ব্যথাকে রেখে দিলাম!
কৃষ্ণচূড়ার শরীর জুড়ে জড়িয়ে আছে রঙিন চাদর,
বসন্ত এসে গেছে, মন জুড়ে আজ ফাল্গুনী আদর।
______________________