Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ_কবিতা
#শুচিস্মিতা_ও_নির্বাক_ভাবনারা....
                   মনিকান্ত  ।                ০৯/০২/২০২১=====================================
এখানে এসে অনেক কিছুই খুঁজে  নিয়েছি- শুচিস্মিতা। একটা এক কামরার ঘর পেয়েছি। পুবের জানলা দিয়ে…

 


#বিভাগ_কবিতা


#শুচিস্মিতা_ও_নির্বাক_ভাবনারা....


                   মনিকান্ত  ।                ০৯/০২/২০২১

=====================================


এখানে এসে অনেক কিছুই খুঁজে  নিয়েছি- শুচিস্মিতা। একটা এক কামরার ঘর পেয়েছি। পুবের জানলা দিয়ে রোদ আসে রোজ। সামনেই একচিলতে বারান্দা। কয়েকটা মরসুমি ফুলগাছ লাগিয়েছি ওখানে। জলও দিই নিয়মিত। আসলে কথা শোনানোর মতো কাউকে তো চায়... 


খেলার একটা ছোট্ট মাঠ আছে পাশেই। চারিদিকে বট, অশ্বত্থ আর ইউক্যালিপটাস গাছে ভর্তি। প্রতি বিকেলে যাই ওখানে। কয়েক প্রস্থ এদিক ওদিক ঘোরার পরেই সূর্যটা ঢলে পড়তে চায় পাতার ফাঁকে। ঠিক সন্ধ্যে নামার মুখে যখনই আরোও একটু নিঃসঙ্গতা খুঁজে পেতে চাই, তখনই একদল বাসা ফিরতি পাখি মনে করিয়ে দেয় ঘরে ফেরার কথা... 


এই মেঠো আসা যাওয়ার পথে একটা ছোট্ট পুকুর পড়ে। একপাশে একটা সান বাঁধানো ঘাট আছে। ফেরার পথে রোজ একটুখানি বসি সেখানে। মৃদু হাওয়ার দোলায় ছোট ছোট ঢেউ ওঠে জলে। তাকিয়ে থাকি। দেখি প্রতিবাদহীন ঢেউগুলো কেমন নিঃশব্দে ফিরে যায় পাড়ের দিকে। কত শত ভাবতে ভাবতে সেদিনের মতো আমিও ফিরে আসি এক কামরার ঘরে... 


শুচিস্মিতা - সম্পর্কের টানাপোড়েন নিয়ে কাব্যিকতা হলো অনেক। আর ভালো লাগছে না এই অবৈধ দূরত্ব। 


--------- এবার শুধু তোমার ফেরার অপেক্ষায়... 


                    //////////////////////////////