Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন#অনুগল্প#শিরোনাম_ফিরে_এসো_মা#কলমে_মৌসুমী চ‍্যাটার্জী
মা তুমি এসো আমি তবে এগিয়ে যাই।পাগল হয়েছিস,, এইরকম হুইল চেয়ারে বসে অতটা পথ একা একা যাওয়া যায় কখনও???হ‍্যাঁ গো খুব পারব। তুমি তোমার কাজগুলো সেরে এসো না। আমি টু…

 


#সৃষ্টি সাহিত্য যাপন

#অনুগল্প

#শিরোনাম_ফিরে_এসো_মা

#কলমে_মৌসুমী চ‍্যাটার্জী


মা তুমি এসো আমি তবে এগিয়ে যাই।

পাগল হয়েছিস,, এইরকম হুইল চেয়ারে বসে অতটা পথ একা একা যাওয়া যায় কখনও???

হ‍্যাঁ গো খুব পারব। তুমি তোমার কাজগুলো সেরে এসো না। আমি টুকটুক করে এগোচ্ছি তবে।

বেশ যা ভালো বুঝিস।

আমি মায়ের দিকে আর ঘুরে তাকালাম না, এগিয়ে গেলাম হুইল চেয়ারটা নিয়ে। এমনিতেই শরীরে ব‍্যথা তার উপরে পায়ে পড়ে গিয়ে চোট পেয়েছি। আজ মায়ে মেয়ে প্ল‍্যান করেছি প্রথমে পিসির বাড়ি যাব  তারপর ফেরার পথে মাসির বাড়ি ঘুরে বাড়ি ফিরব। তো মায়ের দেরী হচ্ছে দেখেই হুরপার করে এগোতে লাগলাম আমি। পথে যেতে যেতে মেসোর সাথে দেখা হলো। আমি তাকে বললাম -"বিকেলের দিকে যাচ্ছি তোমাদের বাড়ি মাসিকে বলে দিও মেসো।"

সে বলল-"এইভাবে যেতে পারবি একা একা, রাস্তাঘাটে বাসট্রাম চলছে"?

আমি জানালাম হ‍্যাঁ গো পারব আর তাছাড়া মা তো আমার আসছে পিছনে পিছনে , তুমি চিন্তা করোনা।

কিন্তু পিসির বাড়ি পৌঁছে গেলাম, তবুও আমার মা এলোনা। ফোনের পর ফোন করে যাচ্ছি কিছুতেই তাকে পাইনা আমি। মনটা ব‍্যাকুল হয়ে গেল। 

পিসি নিজে ফোন করল মা কে আমার। জানতে পারল সে নাকি আমার জন্যে বড় রাস্তার মোড়ে দাড়িয়ে আছে।

হুইল চেয়ার রেখে দিয়ে লাঠিতে ভর দিয়ে গেলাম সেখানে। কিন্তু কোথায় আমার মা!!!!!

কতক্ষণ দাড়িয়ে আছি। মায়ের দেখা পেলাম না। আবারও ফোন করে যাচ্ছি কিন্তু না ফোনে তাকে পেলাম না। অজানা আশঙ্কায় বুকটা আমার দুরুদুরু করতে লাগল। 

এমন সময় পিসি ফোন করে জানায় -"তুই ফিরে যা, তোর মা আর আসবেনা, তার খুব অভিমান হয়েছে।"

কখনও বুঝিনি মা যে আমার এতো অভিমানী।

শুনে ভেঙে পড়লাম রাস্তার মাঝেই ফুপিয়ে কাঁদতে লাগলাম - "মা মা ও মা কোথায় গেলে তুমি আমায় ফেলে? ফিরে এসো মা দোহাই তোমার 🙏। আমি যে তোমাকে ছাড়া অচল। ফিরে এসো মাআআআআআ মা গো।।"

                 সমাপ্ত