Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপনবিষয় - গদ্য কবিতা                 মেঘ             ---------------       সুমিত্রা সাউ গিরি ---------------------------------
ঐ নীল আকাশের বুকে সাদা মেঘ হয়ে ভেসে চলেছিভাসতে ভাসতে দেখি তোরা ঘুম জড়ানো চোখে বিছানায় …

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

বিষয় - গদ্য কবিতা

                 মেঘ

             ---------------

       সুমিত্রা সাউ গিরি

 ---------------------------------


ঐ নীল আকাশের বুকে সাদা মেঘ হয়ে ভেসে চলেছি

ভাসতে ভাসতে দেখি তোরা ঘুম জড়ানো চোখে বিছানায় বসে

হাত মুখ ধুয়ে হরলিক্সে চুমু দিলি

গান-পড়া,চান-খাওয়া একে একে সব করলি

আমায় খুঁজলি না একটি বার ও!

চলেছিস স্কুলের পথে

বড্ড রোদ,সূর্যিমামাকে আড়াল করলাম

দলছুট মেঘ হয়ে তোদের ছায়া দেবো বলে

তাকালি তোরা আমার পানে

বুঝলি না ভাসতে ভাসতে ক্লান্ত আমি...

ভেবেছিলাম মেঘ হলে ভেসে ভেসে

স্বপ্ন গুলো নিয়ে কবিতা বানাবো

নারে তা আর হলোনা!

তোদের দেখতে দেখতে সময় পার হয়ে যায়

আকাশ ও রাগ করে

তাই স্বপ্ন গুলো উড়িয়ে দিয়েছি।

স্কুল ফেরত হয়ে যখন মা মা করে ডাকিস

আমায় দেখতে না পেয়ে বিষন্নবদন 

আর ভাসতে পারি না রে

খুব কষ্ট হয় বড্ড ভারী লাগে

তোদের মাধ‍্যাকর্ষণ শক্তি টানে আমায়

সাদা থেকে মিশকালো মেঘ হয়ে যাই

আর উড়তে পারিনা

নেমে আসি টিপ্ টিপ্ বৃষ্টি হয়ে।

তোরা দুটি তে ছাদে যাস্ সব ভুলে

বৃষ্টি মাখতে ,আমায় ছুঁতে 

শীতলতার আবেগে ভিজিয়ে দিই তোদের

শ‍রীর নয় মন---

নদী নালা,খাল বিল,সমুদ্র ঝরনা

লতায়-পাতায়, ফুলে-ডালে ঝরে পড়ি

টুপ্ টাপ্ টুপ্ টাপ্

খুশিতে চোখ জুড়োয় তোদের দেখে।

এবার হারিয়ে যাবো তুমুল জলোচ্ছ্বাসে 

রোদ এলে আবার জলীয়বাষ্প হবো

আবার মেঘ হয়ে ভাসতে ভাসতে 

তোদের দেখবো

মেঘ কাঁদলেই তো বৃষ্টি হয়

মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টি

আকাশ ও বড়ো অসহায় নিঃসঙ্গ

আমি যাইরে 

ভাসবো তার বুকে।