সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ কবিতা শিরোনাম--একুশ ভাষার অধিকার কলমে-গীতা লোধ ২১/০২/২০২১
ছোট বেলায় সহজ প্রানের মাতৃভাষা,শ্রমিক মুজুর কৃষক সবার প্ৰিয় বাংলা ভাষা।বাংলায় বলা মধুর শব্দ প্রথম মা ডাকে সাড়া,বাংলা মায়ের স্নেহময় বুকে দিল নাড়…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ কবিতা
শিরোনাম--একুশ ভাষার অধিকার
কলমে-গীতা লোধ
২১/০২/২০২১
ছোট বেলায় সহজ প্রানের মাতৃভাষা,
শ্রমিক মুজুর কৃষক সবার প্ৰিয় বাংলা ভাষা।
বাংলায় বলা মধুর শব্দ প্রথম মা ডাকে সাড়া,
বাংলা মায়ের স্নেহময় বুকে দিল নাড়া।
বাংলা ভাষার জন্য যারা ঝড়াল কত রক্ত,
সেই রক্ত দিয়ে আজবাংলা ভাষার ভিট শক্ত।
রফিক,শফিক রক্ত দানে ইতিহাসের পাতায়
স্বর্নক্ষরে লেখা নাম হৃদয়েতে গাঁথা।
একুশের সেই রক্ত ঝরা দেশের অহংকার
স্বাধীন ভাবে কথা বল ভাষার অধিকার।
বাংলা ভাষা রক্তে মেশা দিল যাঁরা প্রাণ,
বাংলা মাকে দিল তারা উপযুক্ত সন্মান।
বাংলা ভাষা আজও আছে প্রবাসীদের বিরহ হিয়ায়,
একুশে ফেব্রুয়ারি আজো নিশ্বাসে হায়।
বাংলাভাসা কবির ছন্দে গানে
বাংলার সন্তান ফিরে আসে বাংলার মায়ের টানে।
কোটিবার জানাই প্রণাম শদীদদের নামে,
তাঁদের আত্মত্যাগ গর্বিত স্মরণে।