=মানভূমি= তিমির চক্রবর্তী
এখানে কবিতা শুধু ''ঝলসানো রুটি''এখানে মাটির বুকে লাঙলের নিষ্ফল আক্রোশঅভাগিনী নারীর অশ্রুর মতো শীর্ণ জলধারাম্লান শুষ্ক ঘোলাটে পঙ্কিল।
পুবে ও পশ্চিমে উত্তরে দক্ষিণেচেয়ে চেয়ে দেখে শুধু সভ্…
=মানভূমি=
তিমির চক্রবর্তী
এখানে কবিতা শুধু ''ঝলসানো রুটি''
এখানে মাটির বুকে লাঙলের নিষ্ফল আক্রোশ
অভাগিনী নারীর অশ্রুর মতো শীর্ণ জলধারা
ম্লান শুষ্ক ঘোলাটে পঙ্কিল।
পুবে ও পশ্চিমে উত্তরে দক্ষিণে
চেয়ে চেয়ে দেখে শুধু সভ্যতার আলো
সেখানে সাইরেন বাজে সন্ধ্যায় সকালে
সেখানে যান্ত্রিক পথে বার হয়ে আসে
জীবনের কিছু হাসি কিছু গান কিছুবা কবিতা
এখানের পোড়া মাটি নৃত্য করে মুখোশ আড়ালে।
সাগরে তরঙ্গ ওঠে ভূমিকম্পে ওলট পালট
বেলাভূমি পাড়ি দিয়ে পায়ে ঠেকে ছোট ছোট ঢেউ
অভিষেক হয়নি এখনো তাই সুদৃঢ় প্রতিজ্ঞা
ঘুরেফিরে গ্রামে গঞ্জে হাটে
এখানে মানুষ শুধু গোপন ব্যালটে।
তবুও এখানে আছে নিবিড় নীলিমা
অরণ্যের হাতছানি মহুয়া মাদলে
ফাগুনের রঙে আর শ্রাবণের অশ্রান্ত ধারার মতো
মানহারা মানভূমি মানুষের স্নেহ ভালোবাসা।।
------*-----