Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা :- "ইতিহাসের পাতা থেকে"কলমে :- দেবাশিস সেনগুপ্ত। ২১-০২-২০২১ 
সেদিনও বাতাসে কোকিলের কুহুতানশুষ্ক গাছেতে নব জীবনের জয় গানকৃষ্ণচূড়া হয়েছে ফাগুনে রক্ত লালমহুয়া গন্ধে প্রেমিক প্রেমিকা মাতালআমের গাছেত…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা :- "ইতিহাসের পাতা থেকে"

কলমে :- দেবাশিস সেনগুপ্ত। 

২১-০২-২০২১ 


সেদিনও বাতাসে কোকিলের কুহুতান

শুষ্ক গাছেতে নব জীবনের জয় গান

কৃষ্ণচূড়া হয়েছে ফাগুনে রক্ত লাল

মহুয়া গন্ধে প্রেমিক প্রেমিকা মাতাল

আমের গাছেতে ধরেছে আম্র মঞ্জরী 

মধু লোভে ধায় দলে দলে মধুপ গুঞ্জরি

শিমূল পলাশ ছড়িয়ে দিয়েছে শোভা 

সোনালী রৌদ্র বিকশিছে তার প্রভা। 


রাজপথে চলেছে যুবকেরা দলে দলে

প্রতিবাদ বুকে মিছিলে পা মিলিয়ে চলে

আকাশে বাতাসে ধ্বনিত সে এক বারতা

বাংলা ভাষায় "কইমুই","কইমুই"মোরা কথা

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন ছাত্রে উপছে পড়া

স্বৈরাচারী সরকার, হুঁশিয়ারি ছিল কড়া 

মায়ের ভাষায় কথা তো যাবে না বলা আর

উর্দু ভাষাই হবে রাষ্ট্র ভাষা, চলবে সরকার। 


মানুষের ভিড়ে অচল সেদিন শহর ঢাকা 

গ্রহণের গ্রাসে যেন সূর্যও পড়েছে ঢাকা 

শান্ত মিছিলে ছাত্র, মাতৃ ভাষার জয়গান 

হঠাৎই গর্জে উঠল সরাসরি মেশিনগান 

জব্বার রফিক বরকত শফিউর সালামেরা

লুটিয়ে পড়ল, কাঁদানে শেলে ছাত্ররা দিশেহারা।

সেদিন দুপুরে মাতৃভাষা রক্তে করেছিল স্নান

বাহান্নর ফেব্রুয়ারি একুশে কান্নায় খান খান। 


শব্দের চেয়ে বেশী গতি বেগে আন্দোলনের ঝড়

ছড়িয়ে পড়ে নড়ে উঠেছিল স্বৈরাচারীর গড়।

বাইশের সেই গণ আন্দোলনে চলল গুলিগোলা

ঝাঁঝরা কত প্রাণ,অহিউল্লাহ্' র ছেলেবেলা। 


ভাষা আন্দোলনের অবিরাম সে স্রোতধারায় 

শাসকদলের পিছু হটা ছাড়া ছিল না কোন উপায় 

রক্তে ধোয়া মাতৃ ভাষার উড়ল নবীন মুক্ত পাখা

মাতৃভাষা দিবস হিসেবে ইতিহাসে রবে আঁকা। 

ভাষা শহীদেরা আসমান হতে আজও চেয়ে দেখে

তাদের রক্ত হয়নি ব্যর্থ বাংলা ভাষাই সবার মুখে।