Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
১৬/০২/২০২১~~~~~~~~~কল্যাণ ভট্টাচার্য্য~~~~~~~~~ফিকে আকাশ~~~~~~~~~
তোমার আস্তিনে গোটানো আকাশটা নীলাভতায় কালসিটে বাদল রং মেঘের নরমে শিশিরের ফোঁটা বেহালার বেদনায় অরণ্য আলেয়া। ভিক্ষার বাটিতে শূণ্য গহ্বরতবু গান গায় …

 


সৃষ্টি সাহিত্য যাপন 


১৬/০২/২০২১

~~~~~~~~~

কল্যাণ ভট্টাচার্য্য

~~~~~~~~~

ফিকে আকাশ

~~~~~~~~~


তোমার আস্তিনে গোটানো আকাশটা 

নীলাভতায় কালসিটে বাদল রং 

মেঘের নরমে শিশিরের ফোঁটা 

বেহালার বেদনায় অরণ্য আলেয়া। 

ভিক্ষার বাটিতে শূণ্য গহ্বর

তবু গান গায় নিশীথ সংলাপে নীরবে। 


সামাজিক শিকল বাঁধতে চায় না

জং ধরা শরীরে চাঁদের আলো নেই। 

চুলের মুঠি ধরে সমুদ্র পাড়ে পূণ্যের ডুব

ঢেউয়ে আঁচড়ানো পায়ে নোনা বালি

ক্ষতবিক্ষত স্পর্শ অতল গভীরে

মুঠো ভর্তি মুক্তোর স্বপ্ন নিয়ে ভাসছে। 


দিগন্তের ম্লান হাসিতে বরফের ধোঁয়া 

উজানে দাঁড়িয়ে বেহুদা আজান

খোলসহীন শামুকের নরম শরীর

ঠিকানায় শবের কালিতে ইতিহাস লেখা। 


এবং মরুঝড় শেষ হলে 

উষ্ণ বালিতে নরম ক্যাকটাস দেখা দেবে।