Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ ------------ কবিতা কবিতার নাম ---- ললনা কলমে ------------ তরু তালুকদার তারিখ ------------ ১৬/০২/২০২১ 
রিকশা করে যা-ই যে যখন তাকিয়ে সবাই থাকে , ওদের কাছে সুন্দরী আমি তাইতো খবর রাখে । 
রাস্তা দিয়ে হেঁট…


 সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ ------------ কবিতা 

কবিতার নাম ---- ললনা 

কলমে ------------ তরু তালুকদার 

তারিখ ------------ ১৬/০২/২০২১ 


রিকশা করে যা-ই যে যখন 

তাকিয়ে সবাই থাকে , 

ওদের কাছে সুন্দরী আমি 

তাইতো খবর রাখে । 


রাস্তা দিয়ে হেঁটে হেঁটে 

যখনই আমি যাই , 

বাংলা উর্দ্দূ হিন্দি গান 

অনেক শুনতে পাই ।  


কেউবা হয় কিশোর কুমার 

কেউবা মান্না দে , 

ঘরে আমি কেমন থাকছি --

রাখে খবর কে ? 


বাবা মা স্বর্গে গেছেন 

অনেক আগের কথা , 

জীবন বাঁচাতে যুদ্ধ করি 

মনে যে অনেক ব্যথা । 


মেক-আপ করে বাহির হই 

আমি সুন্দরী ললনা , 

বাড়িতে হাঁড়ি উপর করা 

তাইতো করি ছলনা ।