Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনামঃ "বিদ্যাদেবী "✍️ আলোশিখা গোপ তারিখ - ১৬/০২/২০২১🌷🙏🌷🙏🌷🙏🌷বিদ্যাদেবী বিনাপানি মাগো সরস্বতী তোমায় জানাই প্রনাম ,শুক্লা পঞ্চমী তিথিতে তুমি পূজিতা হ‌ও এই ধরাধামে।তুমি বিদ্যাদায়িনী , আলোকময়ী , তুমি সর্বশুক্লা…


 শিরোনামঃ "বিদ্যাদেবী "

✍️ আলোশিখা গোপ

 তারিখ - ১৬/০২/২০২১

🌷🙏🌷🙏🌷🙏🌷

বিদ্যাদেবী বিনাপানি মাগো সরস্বতী তোমায় জানাই প্রনাম ,

শুক্লা পঞ্চমী তিথিতে তুমি পূজিতা হ‌ও এই ধরাধামে।

তুমি বিদ্যাদায়িনী , আলোকময়ী , তুমি সর্বশুক্লা আশীষ করো মাগো,

মোর কবি মনের অনুভূতি প্রস্ফুটিত হ‌উক মনোমাঝে।

গেয়ে যাই অহর্নিশি তব বন্দনা ,

তুমি মাগো সত্ত্বগুনময়ী, বাকশক্তির প্রতীক বাগদেবী, তুমি মা মহাশ্বেতা।

সাজিয়ে রেখেছি তোমার আসন মোর মনো মন্দিরে,

পাই যেন মাগো তোমার আশীষ মোর কবি মনের প্রকাশ ঘটাতে।

🌷🙏🌷🙏🌷🙏🌷🙏