Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন ~সাংবাদিক যখন বলি~      (সব্যসাচী)সত্যের উদ্ঘাটনে বাধা,ধর্ম নিয়ে ব্যবসার বিরুদ্ধে দেখাতে পারে সে স্পর্ধা। দাঙ্গা-যুদ্ধ লেগেই থাকে;সাধারণ মানুষই করে,নাটের গুরুরা মজা নিয়ে লুকিয়ে থাকে ঘরে।শিক্ষা যদি টাকা বাড…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

~সাংবাদিক যখন বলি~

      (সব্যসাচী)

সত্যের উদ্ঘাটনে বাধা,

ধর্ম নিয়ে ব্যবসার বিরুদ্ধে দেখাতে পারে সে স্পর্ধা। 

দাঙ্গা-যুদ্ধ লেগেই থাকে;সাধারণ মানুষই করে,

নাটের গুরুরা মজা নিয়ে লুকিয়ে থাকে ঘরে।

শিক্ষা যদি টাকা বাড়ায় নেই কোনো সমস্যা,

আসল যারা শিক্ষিত;মুখ ফুটে বলে ধর্মব্যবসা।

এটাই ওদের আঘাতে লাগে;

মানব-সমাজ যদি জাগে।

নজরুল ধরেন;সুকান্ত ধরেন;কলম হাতে নীরেন,

বিদ্রোহের আগুন জ্বেলে দেশপ্রাণ বীরেন।

রাজনীতির ডামাডোলে কবিরা দেশদ্রোহী,

শিক্ষার উন্মোচনে শিক্ষিত রাষ্ট্রদ্রোহী।

সাংবাদিকরা খবর আনে দেয় সঠিক তথ্য, 

মেলাখেলার বেআইনি চাপে খবরে পড়ে পথ্য।

কেও যদি বলতে চায় গুহা থেকে বেরিয়ে,

রাজা দিগম্বর বলা শিশুকে পৃথিবী থেকে তাড়িয়ে।

সত্যের প্রতি ভয় যখন সত্যনিষ্ঠা রক্ষক,

গৌরী লঙ্কেশকে বলি দিয়ে তারাই আসল ভক্ষক।