Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম -------  ওপারে যমুনা     কলমে---------সুর্বণা ভাদুড়ী তারিখ --------- ২/২/২০২১
 জানালার ওপারে দেখি যমুনার ঢেউ  বাঁধভাঙা স্রোতের সেকি উচ্ছ্বাস  যেন এক প্রানবন্ত নতুন যৌবন ।  আছড়ে পরছে আমার চোখে  প্রবাহমান…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম -------  ওপারে যমুনা 

    কলমে---------সুর্বণা ভাদুড়ী 

তারিখ --------- ২/২/২০২১


 জানালার ওপারে দেখি যমুনার ঢেউ 

 বাঁধভাঙা স্রোতের সেকি উচ্ছ্বাস 

 যেন এক প্রানবন্ত নতুন যৌবন । 

 আছড়ে পরছে আমার চোখে 

 প্রবাহমান প্রেম নদী হয়ে , 

 তার উচ্ছল চঞ্চল কালো জলে 

 ভাসে যুগান্তরের এক পদ্মপাতার ও বাঁশি 

 ঐ গাঢ় কালো জলে লুকানো থাকে 

 কোন এক প্রাচীন কালের প্রেম । 

 জানালার ওপারে দেখি যমুনার ঢেউ 

 দেখি সহস্র বছর পথ পাড়ি দিয়ে 

 ইচ্ছে করে তোমার বুকে মাথা রাখি 

 তোমার যৌবনের উষ্ণতায় মন্থনে

 নিজেকে ভাসাতে চাই পৃথিবী 

 থেকে স্বপ্ন লোক , 

 নিজেকে ভুলে যেতে চাই তোমার 

 মোহনার এক নিষ্ঠুর আঁধার কালোতে 

তোমার প্রেমে আমি ভালবাসা চাই না 

চাই বিবাগী হৃদয় বিরহ। 

 এই বিরহে আছে তোমার উন্মুক্ত 

 দেহের ভালবাসা! 

 আমি আমার হৃদয়কে সঁপে দিলাম 

 অবাক সূর্যোদয়ের কাছে 

 যেন সকাল সন্ধ্যা তোমার বুকে অস্ত যায় । 

মিলিত হয় এক গোপন সঙ্গমে 

 আমি সব ছেড়ে তোমাকে নিয়ে থাকতাম 

 শুধু তোমার গভীর আঁধার কালো জলে 

 জানালার ওপারে দেখি যমুনার ঢেউ ।।