Page Nav

HIDE

Post/Page

May 22, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য উদযাপনকবিতা - নগরিক বসন্তকলমে- ড. ফেরদৌসী বেগমতারিখ- ১৪. ০২. ২০২১
 নগরে আজি  বসন্ত বাতাসহেঁটে হেঁটে নেমে গেছে ব্যস্ত সড়কেবাঁধে, ক্যাম্পাসে, মুক্ত মন্চে,বালুচরে বালিয়া হাঁসের ডানায়সীমাহীন আকাশে আজি বসন্ত ছায়াকে উড়ালো…

 


সৃষ্টি সাহিত্য উদযাপন

কবিতা - নগরিক বসন্ত

কলমে- ড. ফেরদৌসী বেগম

তারিখ- ১৪. ০২. ২০২১


 নগরে আজি  বসন্ত বাতাস

হেঁটে হেঁটে নেমে গেছে ব্যস্ত সড়কে

বাঁধে, ক্যাম্পাসে, মুক্ত মন্চে,বালুচরে 

বালিয়া হাঁসের ডানায়

সীমাহীন আকাশে 

আজি বসন্ত ছায়া

কে উড়ালো এ বসন্ত ঘুড়ি?


ষোড়শী পদ্মায় ঢেউ  নেই

চিক্ চিক্ করে সোনা রোদ্দুর

বালুকায় বুনি এক মুঠো   ভালোবাসা

চর জুড়ে শুধু বসন্ত কাব্য

সারাদিন শুধু রোদে ভেজা

ঝাঁ ঝাঁ  রোদ্দুরে এলোমেলো হাঁটা

গন্তব্যহীন সীমাহীন উল্লাসে

মিশে যাই আকাশনীলে। 


বসন্ত মেতেছে তরুনীর শাড়িতে

এলোচুলে  রক্ত গোলাপে 

গাঁদা ফুলের সুবাসে

 রেশমী চুড়ির রিনিঝিনিতে

গালেতে চলেছে আঁকিজুকি

 চারুকলার মাঠে আজ বসন্ত বাতাস

তরুণের পান্জাবীটা আজ 

বসন্ত ক্যানভাস।


বসন্ত খেলিছে শপিংমল, রেস্তোরাঁ 

আর ক্যাফেতে

যুগোল ছুটেছে বাসন্তী ভোজনে

 বেহিসাবি  ভালোলাগায়

 সরিষা ফুলের আবেশে 

রেশমী পরশে

নগরে আজি বসন্ত বাতাস

রাঙিয়ে যায় দূর্বাঘাস

তরুদল আর বরেন্দ্র জনপদ।