Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন। 
শিরোনামে -রূপবতি,কলমে -আইরিন সুলতানা লিপি,তারিখ -25/02/201.
অজান্তিকা দেশে এক ছিল প্রেমনগর,রূপে গুণে ছিল এক রূপবতি কন্যা!রাজার ছেলে খোঁজে রাজা রূপের বহর,যৌবনাবতী বাড়ে দিনে রূপেতে অনন্যা!!
রূপবতি রাজকন্যা খোঁজে …

 


সৃষ্টি সাহিত্য যাপন। 


শিরোনামে -রূপবতি,

কলমে -আইরিন সুলতানা লিপি,

তারিখ -25/02/201.


অজান্তিকা দেশে এক ছিল প্রেমনগর,

রূপে গুণে ছিল এক রূপবতি কন্যা!

রাজার ছেলে খোঁজে রাজা রূপের বহর,

যৌবনাবতী বাড়ে দিনে রূপেতে অনন্যা!!


রূপবতি রাজকন্যা খোঁজে গুণধর,

যুদ্ধবিগ্রহ একান্তই যার নয় কাম্য!

ভালোবাসার হৃদয়রাজ্যে হবে গুপ্তচর,

প্রেম আর মিত্রতায় হৃদয়ে যার সাম্য!!


হিংসা মারামারি কভু সে না করে,

দুহাতে বিলায়ে প্রেম করে অস্ত্র সম্বরণ!

হাজার কষ্টের মাঝেও কভু সে না ডরে,

দেশ দেশান্তরের হৃদয় করে যে হরণ!!


অজান্তিকা দেশেরই উদাস প্রেমনগরী,

ভালোবাসার খাঁ খাঁ বসন্ত হাসে না!

বিদায়ী সূর্য উদয়ী বিভাবরী,

কখনো কেউ কারো ভালো তো বাসে না!!


ভালোবাসা বিহীন হৃদয় বাঁচেনা জীবন,

অর্থবিত্ত রাজ্যপাটে তবুও মরণ!

ভালোবাসা থেকে যায় যুগযুগান্তর,

পশুও মানুষ হয় বদলে যায় অন্তর!!


ঘোমটার আড়ালে মেলা স্বলাজে আঁখি,

ধুকধুক করে বুক ওড়ে প্রাণপাখি!

কার গলে বরমাল্য কার করে সমঝোতা?

বরমাল্য দিবো তারে যদি ছাড়ে ক্ষমতা!!


বিবা যদি করতেই হয় তারে করি বিবা,

হাজার অন্ধকারেও যার চন্দ্রপ্রভা!

রূপবান সেই পুরুষ আমি রূপকুমারী,

সেই মাত্র প্রেম আমার আমি প্রেমনগরী!!