Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন#কবিতা25/2/2021
'শুন‍্য'অর্পিতা কামিল‍্যা
ভাবনা শুন‍্য যখন ,পরমশুন‍্যতা, পরম প্রাকৃতে।মহাশূন্য সশুন‍্য ,সৃষ্টির শুরুর আগে,শুন‍্যতাতে।
শুন‍্যতায়  ব্ল‍্যাকহোল,নীহারিকা, মহাজাগতিক।মহাত‍্যাগী খোঁজে শুন‍্যতায়,…

 


#সৃষ্টি সাহিত্য যাপন

#কবিতা

25/2/2021


'শুন‍্য'

অর্পিতা কামিল‍্যা


ভাবনা শুন‍্য যখন ,

পরমশুন‍্যতা, পরম প্রাকৃতে।

মহাশূন্য সশুন‍্য ,

সৃষ্টির শুরুর আগে,শুন‍্যতাতে।


শুন‍্যতায়  ব্ল‍্যাকহোল,

নীহারিকা, মহাজাগতিক।

মহাত‍্যাগী খোঁজে শুন‍্যতায়,

পরম সুখ সার্বিক।


সনাতনী ,শশী ভালি, 

তিনি শুন‍্যরূপা আদিভূতা,

সৃষ্টি স্থিতি বিনাশের ,

তাই সর্বাগ্ৰে পরম শুন‍্যতা।


মাতৃগর্ভ শুন‍্য থাকে, 

জন্ম হওয়ার আগে যেমন।

শুন‍্যে মিলায় চিতার ধোঁয়া,

 মরার পরেই ঠিক তেমন।


যে ত‍্যাগে হয় মহাসুখী,

তার মতো আর কেউ শান্তিতে নেই।

প্রকৃত অর্থে সমর্পিত প্রেমে,

সে প্রেমের কোনো বিরহ নেই।


সংখ্যার শুরুতেই থাকে শুন‍্য,

কিন্তু সংখ্যার শেষে  থাকে বেশী যত,

সেই সংখ্যাই পরম প্রাকৃতে,

মহা মুল্যবান হয়  তত।