Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#কবিতা - তোদের সাথে আবার দেখা#কলমে - মৌ চ্যাটার্জী ভট্টাচার্য্য
"তোর সাথে শেষ কবে দেখা বলতো?"--বলবি জানি আকাশ পাতাল ভাবতে ভাবতে, ভুরু কুঁচকে অল্প।"তোর জন্য জমে আছে রে পাহাড়প্রমাণ গল্প!"-বলবো আমি,"আজ নাহয়…

 


#কবিতা - তোদের সাথে আবার দেখা

#কলমে - মৌ চ্যাটার্জী ভট্টাচার্য্য


"তোর সাথে শেষ কবে দেখা বলতো?"--

বলবি জানি আকাশ পাতাল ভাবতে ভাবতে, ভুরু কুঁচকে অল্প।

"তোর জন্য জমে আছে রে পাহাড়প্রমাণ গল্প!"-বলবো আমি,

"আজ নাহয় পুরনো কথা থাক! ঝগড়াঝাঁটি,আড়িভাব, যাক সেই সব যাক।"


"বললেই হোলো যাক! এখনো যে অনেক উত্তর মেলা বাকি,

তার কি হবে?"

"বলিস কি! আজ‌ও মনে জমিয়ে রেখেছিস বুঝি সেই তুচ্ছ অবসর! 

বল দেখি, উত্তর খুঁজি তবে।"...

অবাক হয়ে ভাবি--মনের এতোই যদি কাছে সবাই,

তবে হারিয়ে ছিলাম কবে?


এভাবেই ফিরে দেখা চির চেনা বাঁক, 

থমকে জীবন ঘুরে শোনে সেই পিছুডাক, 

ফেলে আসা মুহূর্তরা ফের জীবন্ত হয়, 

এভাবেই পিছনপানে আবার ফেরা, 

একসাথে আমরা, অনেক বছর পর.." 

কিছুটা সময় ফিরে দেখা--

তারপর জীবনের টানে চলে যাবো যে যার গন্তব্যে।


"তবু কিছুটা ফেলে রেখে যাবো তোদের কাছে,

সেখানে যে হৃদয়ের জানলা আছে!", মুখ নামিয়ে কষ্ট চাপি,

"তোদের কাছেই রেখে গেছি যতো মান অভিমান, হাসিকান্না, স্বপ্নমাখা অবুঝ কৈশোর, হারিয়ে যাওয়া আমি আর ছেলেবেলার যতো দাপাদাপি,

দস্যি ছিলুম, ভুলে গেছিস নাকি।"

"সেই সব দিন জানিস বড্ড ছিল দামী, বুঝিনি রে তখন,

খেয়াল হলো মুহূর্তরা স্মৃতি হলো যখন।"--বলবি তুই বিষাদ মুখে, ছলছল উদাস চোখে।


বিদায় বন্ধুরা! দেখিস, আসছে বছর সবাই যেন থাকি,

কেউ যেন না হারিয়ে যাই, গোনায় দিয়ে ফাঁকি।।