#সৃষ্টি সাহিত্য যাপন #ঋতুবাহিকা
ঋতুমতি হলে, পূজো পারবো না দিতে ?ঋতুকাল লাগে বুঝি তোমাদের হিতে ?রান্না চড়াবো সুখে মাজবো বাসনঋতুমতি এই হাত সইবে শাসন !এই ঋতু রঙ্গের বাতাস যে বয়জানি জানি সে বাতাসে নেই প্রশ্রয় lতোমাদেরও ঋতুকাল গভীর গোপ…
#সৃষ্টি সাহিত্য যাপন
#ঋতুবাহিকা
ঋতুমতি হলে, পূজো পারবো না দিতে ?
ঋতুকাল লাগে বুঝি তোমাদের হিতে ?
রান্না চড়াবো সুখে মাজবো বাসন
ঋতুমতি এই হাত সইবে শাসন !
এই ঋতু রঙ্গের বাতাস যে বয়
জানি জানি সে বাতাসে নেই প্রশ্রয় l
তোমাদেরও ঋতুকাল গভীর গোপনে
চিরকালে ধরে দেখি বিছানা শয়নে l
নির্বোধ অন্তরে, দুর্বল প্রেমে
তোমাদের ঋতু আর যায় নাতো থেমে l
ঈশ্বর ছুঁড়ে দিলে করবে কে কাজ ?
ঋতুর এই চক্রেই বাঁধো যদি আজ l
মন্দিরে ঈশ্বর ! সংসারে কে ?
বলো আজ সত্যিটা নিজেদেরকে l
ঋতুমন হয়নাকো কর্মে বিমুখ
শিকল পড়িয়ে পাও কি এমন সুখ ?
গর্ভের আলো দিয়ে বহু ঋতুকাল
যন্ত্রনা সহেছিতো জানো কতকাল ?
দাও খুলে মন্দির, ভাঙো অনাচার
নইলে যে ঈশ্বর জাগবে না আর l
স্বী...✍️