Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

আজ আন্তর্জাতিক 'মাতৃভাষা দিবস'----স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই আমার মায়ের ভাষাকে মাতৃভাষা এবং একুশে ফেব্রুয়ারী মমতা দাস(ভট্টাচার্য)একুশ তোমার হৃদয়ে সূর্য মননে অহংকার মাতৃভাষাকে ভালোবাসবার সুদৃঢ় অঙ্গীকার ভাষা শহীদরা চির ঘুম…

 


আজ আন্তর্জাতিক 'মাতৃভাষা দিবস'----স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই আমার মায়ের ভাষাকে 

মাতৃভাষা এবং একুশে ফেব্রুয়ারী 

মমতা দাস(ভট্টাচার্য)

একুশ তোমার হৃদয়ে সূর্য 

মননে অহংকার 

মাতৃভাষাকে ভালোবাসবার 

সুদৃঢ় অঙ্গীকার 

ভাষা শহীদরা চির ঘুমন্ত 

বেদনা অশ্রু ধার 

ছিনিয়ে আনলে মাতৃভাষার 

অনুপম অধিকার 

বিশ্ব মেনেছে দাবী তোমাদের 

মাতৃ ভাষাটি চাই 

ঘোষণা করেছ 'মাতৃভাষার 

বিকল্প কিছু নাই'

আমি যে বাঙালী বাংলা আমার 

মায়ের মুখের ভাষা 

মাতৃভাষার সঙ্গে মাকেও 

সম্মান, ভালোবাসা 

দৃপ্ত সূর্য উদয়ে একুশ 

বিশ্বে পেয়েছে মান 

সার্থক সেই উদ্ধত মন, 

দুর্গম অভিযান।


এটা পুরনো লেখা------------------------------

কাঁটা তার ও একুশে ফেব্রুয়ারী -----

মমতা দাস(ভট্টাচার্য)‍

কাঁটা তার জানে বিভেদের রাজনীতি

কাঁটা তার আঁকে ভাবনার সীমারেখা

কাঁটা তার ছোঁয় রক্তের স্রোতটাকে

এভাবে মানুষ দুর্বল হয় জানি !

কাঁটা তারে দেখি ছিন্ন পোষাকটারে

সেই কাঁটাতার কঠিন সত্যি হয়

দুপাশে দুদেশে মানুষ-জীবন চলে

কাঁটাতার তবু সীমানাটা টেনে রাখে !

ভাষার মাঝেও কাঁটা তার আঁকবে কি

সে বড় কঠিন,কাজটি সহজ নয়

মিথ্যা করবে শহীদ জীবন দানে

অকুতোভয়ের দুর্বার যৌবন !

একুশ তারিখ, বয়স একুশ সুন্দর সহযোগ

মিথ্যা হয়েছে মতলবি শয়তানি

অত্যাচারীকে দেখায় ক্ষমতাসীমা

মাতৃ ভাষার মূল্য চুকাতে জানে !