Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

।। চারিদিকে মৃদু নীরবতা ।।
  চিত্তরঞ্জন ভট্টাচার্য্য ।।
 মধুকূপী  ঘাস ছাওয়া ধলেশ্বরীর পারেগৌরী বাংলায় লক্ষ্মীপেঁচার গান শুনছিলমাঠ,ভাঁটফুল এবং নরম ধানের গন্ধ।
সূর্য ওঠার আগে ক্রমশ আঁধার ভেঙেযে আলো জেগে উঠছিলতা ধুয়ে দিচ্ছিল গোটা আকাশট…

 


।। চারিদিকে মৃদু নীরবতা ।।


  চিত্তরঞ্জন ভট্টাচার্য্য ।।


 মধুকূপী  ঘাস ছাওয়া ধলেশ্বরীর পারে

গৌরী বাংলায় লক্ষ্মীপেঁচার গান শুনছিল

মাঠ,ভাঁটফুল এবং নরম ধানের গন্ধ।


সূর্য ওঠার আগে ক্রমশ আঁধার ভেঙে

যে আলো জেগে উঠছিল

তা ধুয়ে দিচ্ছিল গোটা আকাশটাকে

ঝকঝকে আকাশের নীলদ‍্যুতির বিচ্ছুরণ

এসে লাগছিল ধানসিঁড়ি নদীর গায়ে

আর পদ্মকুসুম সরোবরে।


পড়শির  ঘর থেকে ভেসে আসছিল

ঘুম ভাঙার মৃদু শব্দ

কিশোরীর চালধোয়া হাত তখন 

উচ্ছ্বসিত ব‍্যস্ততায় ডানা মেলেছিল

সাংসারিক স্বপ্নের দিকে

ডুমুরের গাছে বসে একটা পাখি

এদিক ওদিক নিরীক্ষণ করছিল

আপন মগ্নতায়।


 মাটিতে শুয়েছিল শিশিরের নীরবতা

তার ওপর পা ফেলে গাঙুড়ের জলে 

ভাসলো অভিশপ্ত মান্দাস।

জানালার পর্দা সরিয়ে

পৃথিবী দেখে নিল

গাঙুড়ের জলে ভাসছে

লখিন্দরের লাশ ।।