Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
বিভাগ  : কবিতা শীর্ষক  : কার ছোঁয়াতেকলমে  : শঙ্কর 
এলো খোঁপার আলগা বাঁধন কার ছোঁয়াতে হলি এমনশূন্য আকাশ যাচ্ছে ভরে রক্ত আলোয় কার ছোঁয়াতে যাচ্ছে ঢেকে ক্লান্তি মনের ছড়িয়ে থাকা সুখ ধোঁয়াতে চোখের তারায় নাম লেখা কার …

 


সৃষ্টি সাহিত্য যাপন 


বিভাগ  : কবিতা 

শীর্ষক  : কার ছোঁয়াতে

কলমে  : শঙ্কর 


এলো খোঁপার আলগা বাঁধন 

কার ছোঁয়াতে হলি এমন

শূন্য আকাশ যাচ্ছে ভরে রক্ত আলোয় কার ছোঁয়াতে 

যাচ্ছে ঢেকে ক্লান্তি মনের ছড়িয়ে থাকা সুখ ধোঁয়াতে 

চোখের তারায় নাম লেখা কার বাসি ফুলের গন্ধ কে নেয় 

কিসের নেশায় দিন কেটে যায় শিশির ভেজা লজ্জা কে দেয় 


জড়িয়ে বাঁধা ফুলেল খোঁপা করলো যে রাত এলোকেশী 

তারই ছোঁয়ায় বাঁধন হারা যে নাম জপি দিবা নিশি

রক্ত আলোয় সাজায় আকাশ আমায় সাজায় চাঁদের কনা 

রাতের নেশায় দিন কেটে যায় লাজুক আমি রাই জোছনা 

বাসি ফুলে বসত করে সারা রাতের বন্য আদর 

তাঁরাও এখন এলোমেলো  এলোমেলো  শয্যা    চাদর 


তাঁর চোখেতে চোখ রাখি রোজ খুঁজতে নেশার আদিম ঘর 

চোখের তারায় লুকিয়ে যে নাম সে নাম তো আর হয় না পর