Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

আমার অভিমানশ্যামল বিশ্বাস
আমার অভিমান বড়ই লাজুকদেয়না সে ধরা কিছুতেইনিকষ কালো মেঘলা মনেওহাদির ঝিলিকে, মন্ত্রমুগ্ধ সকলেই
ভেতর ভেতর বাড়ছে ক্ষতপুড়ছে মন, কলিজাও ঝলসেশিরদাঁড়া বেয়ে নামছে বিষতবুও তোমার খুশীতে ভাসছে
আমার আমিকে পাইনি খুঁজেহার…



আমার অভিমান

শ্যামল বিশ্বাস


আমার অভিমান বড়ই লাজুক

দেয়না সে ধরা কিছুতেই

নিকষ কালো মেঘলা মনেও

হাদির ঝিলিকে, মন্ত্রমুগ্ধ সকলেই


ভেতর ভেতর বাড়ছে ক্ষত

পুড়ছে মন, কলিজাও ঝলসে

শিরদাঁড়া বেয়ে নামছে বিষ

তবুও তোমার খুশীতে ভাসছে


আমার আমিকে পাইনি খুঁজে

হারিয়েছি কখন কবে কিভাবে

আজ মৃত্যুও গচ্ছিত রাখা

সহস্র মৃত পাহাড়ের বুকে


মাঝে মাঝে আমারও ভীষণ

ইচ্ছে করে বৃষ্টি ভিজতে

তবে সেটা আজ বড় কথা নয়

যতোটা খুশী তোমার খুশীতে


নিয়তির নিষ্ঠুর বিষাক্ত ছোবলে

রাতের বালিশ আমারও ভেজে

তবুও নাট্যমঞ্চের অভিনয়ে প্রতিনিয়ত

জীবন যুদ্ধের দামামা বাজে


বিষাক্ত আফিমেও ধরেছে অরুচি

রক্তকোষে মাদকতা, মৃত ইচ্ছেরা হাসছে

যান্ত্রিক সভ্যতার, দাম্ভিক উল্লাসে

আমার অভিমান আজ, লুকিয়ে কাঁদছে