Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা বিভাগ-কবিতা শিরোনাম -এক মুঠো নিঃশ্বাসকলমে-অপর্ণা চক্রবর্তীতারিখ- ০১৷০২৷২০২১
আর সকলের মতো আমিও বাঁচতে চাইপ্রাণ খুলে খোলা আকাশের নীচে শ্বাস নিতে চাই।এক মুঠো নিঃশ্বাসের আশায় প্রতি মুহূর্ত দিন গুনেছিএক চিলতে সুখের রোদ্দুর…

 


দৈনিক কবিতা 

বিভাগ-কবিতা 

শিরোনাম -এক মুঠো নিঃশ্বাস

কলমে-অপর্ণা চক্রবর্তী

তারিখ- ০১৷০২৷২০২১


আর সকলের মতো আমিও বাঁচতে চাই

প্রাণ খুলে খোলা আকাশের নীচে শ্বাস নিতে চাই।

এক মুঠো নিঃশ্বাসের আশায় প্রতি মুহূর্ত দিন গুনেছি

এক চিলতে সুখের রোদ্দুর দেখব বলে আশার জাল বুনেছি।

মনের ভিতর জমা রয়েছে হাজার প্রশ্ন

যা জর্জরিত করে তুলেছে প্রতিনিয়ত

এসব থেকে আমি মুক্তি চাই,

আর পাঁচ জনের মতো একটা স্বাভাবিক জীবন চাই।

জীবনের অনেক কিছুই আবার নতুন করে পুনর্গঠন করতে চাই।

বিগত দিনগুলির তিক্ত স্মৃতি  মুক্ত আকাশে উড়িয়ে দিতে চাই।

মনের কোণে জমে থাকা ঘন কালো তিমির বিশেষ

কোন এক প্রভাতের প্রথম আলোর ছটায় হবে কি তা নিঃশেষ?

নিজের সকল পুরোনো অভ্যাস গুলোকে বদলে ফেলতে চাই

নতুন করে নতুন নতুন অভ্যাসের বশীভূত হয়ে নিজেকে নতুন করে গড়ে তুলতে চাই

আমি আমার মতো করে বাঁচতে চাই।

আশপাশের সকলের মনের মতো হতে হতে আমি আমার আমিকে হারিয়ে ফেলেছি।,

নিঃশেষ হয়ে যাওয়া সেই আমি নতুন করে নতুন আলোর পথে চলতে চাই,

সহস্র না বলা কথা নিজের মুখে বলতে চাই যা কখনো হয়নি বলা

মরে যাওয়া সেই আমার আমিকে শেষ বারের মতো বাঁচিয়ে তুলতে চাই।

সকল বাঁধা উপেক্ষা করে আমি আমার মতো করে বাঁচতে চাই।