Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
----------//  রাঙা পাপড়িতে পলাশই সুন্দর  //-------
ঘরে ঘরে কেবলই বিষাদ--তার অন‍্যতম প্রতিযোগী " সুখ "বারংবার হেরে যায়!সুখের সিংহাসনে মনের অধিষ্ঠানই মানায়,তবুও সকল স্বপ্ন আহত হয়। সফল পরিণতিরহাত ধরতে প…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 


----------//  রাঙা পাপড়িতে পলাশই সুন্দর  //-------


ঘরে ঘরে কেবলই বিষাদ--

তার অন‍্যতম প্রতিযোগী " সুখ "

বারংবার হেরে যায়!

সুখের সিংহাসনে মনের অধিষ্ঠানই মানায়,

তবুও সকল স্বপ্ন আহত হয়। সফল পরিণতির

হাত ধরতে পারে না।নিয়ত প্রতিদ্বন্দ্বিতা।

খাড়াখাড়ি সম্পর্কের আবহ....কোথাও কি

সামান‍্যতম এক চিমটে ফেলে আসা " সহানুভূতি "!!


জীবনের বাসরঘরের মেঝেতে দৈনন্দিনের

আলো-ছায়া।রাঙাপাপড়িতে পলাশই সুন্দর।

উঠোন পেরিয়ে ঘরের চৌকাঠ ডিঙানোই চিরন্তনী। 


যাবতীয় অভিমান,তৃপ্তি-অতৃপ্তির জটিল রসায়ন

কেমন করে দ্রবীভূত হয়!আলোকিত অন্তর 

নিভৃতে অবগাহন সারে,যাবতীয় ক্লেদ ধুয়ে যায়--

কল্পনার সরোবরের পূণ‍্য সলিলে।।


---------।। মণীন্দ্রনাথ বাগ।।-----প্রবাসে-----।।