#সৃষ্টি সাহিত্য যাপন
#তুমি আছো #মৌসুমী মুখার্জী
বুকের গহীনে তোমার স্পর্শ অনুক্ষণ, এতো প্রেম, ভালোবাসার রক্তক্ষরণ। তুমি আমায় ভালোবাসো কিনা জানিনা তবুও মনে হয়, দূর থেকেই বলছি কি ভীষণ ভালোবাসি আমি তোমায়। তোমার প্রেমের ছোঁয়ায় বুঝ…
#সৃষ্টি সাহিত্য যাপন
#তুমি আছো
#মৌসুমী মুখার্জী
বুকের গহীনে তোমার স্পর্শ অনুক্ষণ,
এতো প্রেম, ভালোবাসার রক্তক্ষরণ।
তুমি আমায় ভালোবাসো কিনা জানিনা তবুও মনে হয়,
দূর থেকেই বলছি কি ভীষণ ভালোবাসি আমি তোমায়।
তোমার প্রেমের ছোঁয়ায় বুঝি শিহরণ লাগে দেহে মনে,,
কি করে বোঝাই এই রোমাঞ্চের মুহূর্তে তুমি ছুঁয়ে থাক মনে আলিঙ্গনে।
আমি খুব সাধারণ মেয়ে একেবারেই আটপৌড়ে ঘরোয়া,
তবু তো ভালোবাসি , অনুভবে দেহে মনে ন্যায় অন্যায় করিনা পরোয়া।
চাই শুধু ছুঁয়ে থাকো আমায় , অকবির কথামালা হয়ে
নিত্য দিনের কাজের ফাঁকে ফাঁকে দেহ ছুঁয়ে যাক দেহে।
জানি আমার অলীক কল্পনা ,তবুও চাই আপ্রাণ
হোক না মিছেই জল্পনা মন হবে না খানখান।