Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা-- মায়ের কাছে ঋণীকলমে-- সঞ্জয় কুমার পালতারিখ-- ২২/০২/২০২১ ইংরেজী।========================দশ মাস দশ দিন মায়ের জঠরে থেকেভবের ঠিকানায় আসতে হয়সবই অপরিচিত সবই নতুন ভবেতেকাল পরিক্রমায় হয় পরিচয়।
ভবেতে এসে মায়ের স্…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা-- মায়ের কাছে ঋণী

কলমে-- সঞ্জয় কুমার পাল

তারিখ-- ২২/০২/২০২১ ইংরেজী।

========================

দশ মাস দশ দিন মায়ের জঠরে থেকে

ভবের ঠিকানায় আসতে হয়

সবই অপরিচিত সবই নতুন ভবেতে

কাল পরিক্রমায় হয় পরিচয়।


ভবেতে এসে মায়ের স্নেহ-মমতা পেয়ে

স্তনের দুগ্ধ করে পান

মায়ের সাথে সবার আগে ঘনিষ্টতা বাড়ে

মায়ের সাথে যে নাড়ীর টান।


মায়ের সাথে সব সুখ, দুঃখ আর

ব্যথা বেদনা করে ভাগ

জুড়ায় মনের সকল অবসাদ

বাড়ে প্রীতি রাগ- অনুরাগ।


সন্তানের সাফল্যে মায়ের মনেতে

জাগে আনন্দের জোয়ার

সন্তানের অসুখ বিসুখে মায়ের মনেতে

অজানা শঙ্কার হাহাকার।


অসুখের শরীরে মায়ের স্নেহের হাত

ওষুধের করে কাজ

অর্ধেক রোগ সেরে যায় দেহের

লাগেনা বৈদ্য কবিরাজ।


মায়ের স্নেহের তুলনা কিছুতেই হয়না

কোথাও তার বিকল্প নেই

আজ মা নেই তাই অন্ধকার দেখি

তেমন সুখ মিলেনা কিছুতেই।


মায়ের স্তন্য পান করে মায়ের হাতে ধরে

শক্ত মাটিতে যখন দাঁড়ালাম

তখনতো বুঝিনি মা যে কি রতন

আজকে বুঝি যখন হারালাম।


মায়ের কাছে সবাই ঋণী হয়ে আছি

মায়ের ঋণ করা যায়না শোধ

যতোটুকু পারা মা'র তরে করা

আমরা যেন নিয়ে চলি এ বোধ।

             ************