কবিতা—দিবস পালিত হয় !!শক্তি কুন্ডু ৷
জানি আবারও একটা আওয়াজ করবে কবিতার ঘরবাড়ি ..একুশে ফেব্রুয়ারী!
ছড়ায় বাঁধবে গদ্যে বুনবে অলঙ্কারে রক্ত ফুটবে...আরনিয়ম মেনে হেঁটে যাবে দিননিয়মিত ছন্দে !!
কেউ বা পলাশে ,কেউ বা রক্ত জবাতে যাপনের নামে ক…
কবিতা—দিবস পালিত হয় !!
শক্তি কুন্ডু ৷
জানি আবারও একটা আওয়াজ করবে কবিতার ঘরবাড়ি ..একুশে ফেব্রুয়ারী!
ছড়ায় বাঁধবে গদ্যে বুনবে
অলঙ্কারে রক্ত ফুটবে...আর
নিয়ম মেনে হেঁটে
যাবে দিন
নিয়মিত ছন্দে !!
কেউ বা পলাশে ,কেউ বা রক্ত জবাতে
যাপনের নামে কলম চালাবে নিশানের মতো করে !!
কেনো যে তরুণ রক্তে ভাসলি
কেনো যে মুক্ত করলি 'মা' ভাষা...কেনো যে প্রাণের
বিনিময়ে তোরা ,
কিনতে গেলি বাংলা ভাষা !!
শুধু শুধু ভাই বুলেট বিঁধলি
রক্তের স্রোতে হাঁটলি...
আজ বাংলা বললে মান নেমে যায় ...বাংলা
পড়লে গ্রাম্য....বাংলা মঞ্চে বাংলার নয়
অন্য ভাষার কদর...!
শোকের বসন পড়েছিলো যারা তোদেরকে হারিয়ে
কে জানে তারা বুঝে ছিলো কিনা
গ্রহ বিদায়ের কালে...!
এ শোক সভায়
কান্নার সুর মেকি ছাড়া কিছু নয়....!!
শুধু আভিজাত্যের দোহাই দেখাতে
দিবস পালিত হয় !!