Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন যদি শম্ভুনাথ নন্দী 
যদি বলতে শুনবে আমার গানবলতে,কোন মালঞ্চে ফুটবে প্রাণের- প্রাণসুর খুঁজেই পাওয়া কঠিন হোতোভোরবেলা ঘুম ভাঙতোনাতোমাড়িয়ে শিশির ছুটবো সে বাগান ।
যদি ভাবের আগুন লাগতো তোমার বুকেথাকতে মত্ত সংগোপনের …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

যদি 

শম্ভুনাথ নন্দী 


যদি বলতে শুনবে আমার গান

বলতে,কোন মালঞ্চে ফুটবে প্রাণের- প্রাণ

সুর খুঁজেই পাওয়া কঠিন হোতো

ভোরবেলা ঘুম ভাঙতোনাতো

মাড়িয়ে শিশির ছুটবো সে বাগান ।


যদি ভাবের আগুন লাগতো তোমার বুকে

থাকতে মত্ত সংগোপনের সুখে

কোন নিরালা মখমলেতে দিতাম তোমায় ঘিরে

এই গ্রামশহরের হাজার লোকের ভিড়ে

হোতো পক্ষীরাজের কল্পকথার গল্প অবসান ।


যদি আমায় সাজিয়ে নিতে তুলতে মনে ঢেউ

সকল গুণের সমন্বয়ে সমাদৃত কেউ

কোনোদিন হবার হোতো তা কি

নিয়ে এই সাদামাটা খাঁচার বোকা পাখী

থাকতো শুধু ব্যথার বিলাস,বিফল অভিমান। 

--&*&*&*--