Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

# সৃষ্টি_ সাহিত্য _যাপন# বিষয়ঃ কবিতা,বিবর্ণ বসন্ত,মোসলেম উদ্দিন মনির, ।।জানো মাধবী, সাগরকে দেখার সাধা আর নাই তোমার চোখের তারাকে দেখেছি তাই ;সবটুকু নীল যেন ছু্য়ে আছে ওই খানে,ঝরা কমলের পাপড়ি গুলি ভেসে যায় ধূসর সন্ধ্যার ক্ষীণ সূর…

 


# সৃষ্টি_ সাহিত্য _যাপন

# বিষয়ঃ কবিতা,

বিবর্ণ বসন্ত,

মোসলেম উদ্দিন মনির, 

।।

জানো মাধবী, সাগরকে দেখার সাধা আর নাই 

তোমার চোখের তারাকে দেখেছি তাই ;

সবটুকু নীল যেন ছু্য়ে আছে ওই খানে,

ঝরা কমলের পাপড়ি গুলি ভেসে যায় ধূসর সন্ধ্যার ক্ষীণ সূর্যালোকে।

পুকুর ঘাটে ছাই রঙা হাঁসগুলি যেন -

তোমারই প্রতীক্ষায় থাকে ক্লান্ত মধ্যাহ্নে, ঠিক আমারই মত।

তোমার প্রতিক্ষা যেন গ্রীষ্মের প্রথম বর্ষণের মত ;

সূর্যের আলো এসে পড়ে তোমার মুখে - বুকে -

জর্জেট ওড়নার ভাঁজে ভাঁজে।

জীবনের নির্লজ্জ স্বপ্নগুলো যেখানে অন্তহীন বাসা বাঁধার স্বপ্ন বুনে ছিল।

**

জীবনের কোন তরী কোন ঘাটে এলো!

বিশ্বাস করো মাধবী এ আমি চাইনি কখনো।

আমার বসন্ত এখন বিবর্ণ ;

শীতে পাতাঝরা অরণ্যের মত শ্রীহীন বৃক্ষ যেন দাঁড়িয়ে।

তবু আমার এতোটুকু অনুযোগ অভিযোগ নেই,

শুধু একবার মনে করো সাগর নামের কাউকে দেখনি কোন দিন ;

সে ছিল তোমার জীবনে এক বিড়ম্বনা। 

প্রত্যয়হীন হৃদয় আর আহত সবুজ, 

আমার চোখে এখন বিবর্ণ বসন্ত।

  ***