Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ -কবিতাশিরোনাম -আমিই স্ত্রীকলমে -জয়ন্তী ভারতীতারিখ-১৫/০২/২০২১
আমি রাগ করবোআমিই ঠান্ডা হলে খিদে পেয়েছে কিনাপাশে গিয়ে জিজ্ঞেস করবো।
আমি বলবো এই রঙে তোমাকে মানাচ্ছে না।আমি ই তোমার দিকে অপলকে তাকিয়েবলবো---…



 সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ -কবিতা

শিরোনাম -আমিই স্ত্রী

কলমে -জয়ন্তী ভারতী

তারিখ-১৫/০২/২০২১


আমি রাগ করবো

আমিই ঠান্ডা হলে খিদে পেয়েছে কিনা

পাশে গিয়ে জিজ্ঞেস করবো।


আমি বলবো এই রঙে তোমাকে মানাচ্ছে না।

আমি ই তোমার দিকে অপলকে তাকিয়ে

বলবো------ কি সুন্দর লাগছে।


আমি সারারাত ঝগড়া করবো।

ভোর হলে সরে যাওয়া গায়ের চাদর ঠিক করে দেবো।

আমি অভিমান নিয়ে বলবো----------

থাকবো না আমি তোমার সাথে।

আবার সেই আমি ই তোমার মঙ্গল কামনায়

উপোস করে মন্দিরে পূজা দেবো।

আমি রাগ হলে তোমার দিকে

ফিরে তাকাবো না,

তিন-চারদিন কথাও বলব না।

আবার তোমার ঘুমের পর ঘরের হালকা আলো জ্বালিয়ে

তোমার দিকে অপলক তাকিয়ে থাকবো।

আমি ঝগড়া হলে কেঁদে কেঁদে বলবো------

তোমার সাথে ভালো নেই আমি।

আমি ই কোন এক বিকেলে তোমার কাঁধে মাথা রেখে

খুশির অশ্রু ঝরিয়ে নিজেকে সবচেয়ে সুখী ভাববো।


হ্যাঁ, আমি তো তোমার বুকের বাঁকা

পাঁজরের হাড় দিয়ে তৈরি,

একটু তো বাঁকা হবোই-----------

আমি ই ভালোবাসবো

আমি ই অভিমান করবো

আমি ই কাছে টেনে নেবো।

আমি ই আজীবন পাশে থাকবো।

কখনো প্রেয়সী হয়ে আবার কখনো বন্ধু হয়ে।

আমিই তোমার জীবন সঙ্গিনী।

আমি ই বারবার প্রমাণ করে দেবো

আমার রাগের চেয়ে ভালোবাসাটাই অধিক।

কারণ আমিই স্ত্রী।