Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা   :   আমি ভালো আছিকলমে   :  শক্তিপদ ঘোষতারিখ   :   ০১ , ০২ , ২০২১
রাত্রি পোহাতে এখনও আছে বাকি ,রাতের পাখিটা সারারাত জেগে থেকেএই শেষরাতে হয়তো ঘুমিয়েই পড়েছে  ;আমি একা ঠিক জেগে আছি ,মনের ক্যানভাসে আনমনে নি…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা   :   আমি ভালো আছি

কলমে   :  শক্তিপদ ঘোষ

তারিখ   :   ০১ , ০২ , ২০২১


রাত্রি পোহাতে এখনও আছে বাকি ,

রাতের পাখিটা সারারাত জেগে থেকে

এই শেষরাতে হয়তো ঘুমিয়েই পড়েছে  ;

আমি একা ঠিক জেগে আছি ,

মনের ক্যানভাসে আনমনে নিশ্চুপ

কেবলই আঁক কাটি ।

তারাদের সাথে নিশ্চুপ কথা হয় ,

অনেক কথা বলে একফালি ভাঙা চাঁদ ;

অনিরূপিত বহু ভাবনায় কাটে বাকি রাত ।

জোনাকির ভিড় ঠেলে আঁধারে হাতড়াই ,

তুমি কোথায় আছো , কেমন আছো ,

এমনই আঁধার ঠেলে একা একা

তুমিও হাঁটো কিনা--জানি না , জানা নাই ।


আমি আজ আর সেই গাঁয়ে নাই ,

তুমিও আর নাই সেই গাঁয়ে ;

তবু গ্রাম দু'টো ঠিক আছে লেগে--গায়ে গায়ে ,

তেমনই পাশাপাশি ;

শুধু তুমি নাই , আমি নাই--কেউ নাই কাছাকাছি ।

খোলা সেই আকাশটা বন্দি আজ খাঁচায় ;

কোত্থাও ফুল নাই , পাতা নাই , ঘাস নাই ,

শুধু দুপুরের খাঁ খাঁ রোদ্দুর--উঠোনে বারান্দায় ।

ছবি সব ধুলোয় ধূসর , আবছায়া পথ ,

কাঁটা-ঝোপঝাড়ে ঢাকা , পথ নাই হাঁটবার  ;

দু'পায়ে শিকল , পানসিতে ভাটার টান দুর্নিবার ।

মোহানার থেকে তাই বহুদূরে আছি ;

তবু ডাক শুনি মোহানার ,

মনে মনে আমি মোহানাকে রোজ ডাকি ।

নদী যদিও হারিয়ে গেছে মাঝপথে

 মরু সাহারায় ,

মন তবু বাঁধা আছে সেই দূরে মোহানায় ।


তবুও মায়া আছে , ছায়া আছে গভীরে ,

তেমনি চুলের গন্ধ মাখি নিশ্চুপ তিমিরে ।

তেমনি দাঁড়াই গিয়ে মুখোমুখি ,

তেমনি মনে সচকিত ভয় , তবু কথা হয় চুপিচুপি ।

তারপর সব ফাঁকা ;

দেখি সেই গাছটার নিচে পড়ে আছে  ঝরাপাতা ।

তবু স্মৃতির ধূসর দুই ডানা

মাঝেমাঝেই মেঘছায়া টানে মনে ,

মেঘছাঁয়া হিম সিক্ত স্নিগ্ধতা ছড়ায়--মনের

সুতীব্র দহনে ।


সেদিন ছিল না চোখ দূরটাকে দেখার ,

না তোমার , না আমার ;

ঠিকানা না জেনে কেবলই

 উদ্দাম আবেগের স্রোতে ভেসে গেছি ;

কেউই ভাবিনি শেষের কথাটা যে কী ।

কথার ঝড় যখন এলো মনে ,

সব কথা ফুরিয়ে গেছে ততক্ষণে ।

ততক্ষণে একটা আম্ফানী ঝড় এসে

আচমকা হঠাৎই ভেঙে গুঁড়িয়ে দিল সব ;

সব ফুল পাতা--ছিঁড়েখুঁড়ে তছনছ ।

ততক্ষণে ভেসেও গেছে সব হঠাৎ হড়কা বানে ;

এমনটা যে হতে পারে  , তেমন ভাবনা

কোনদিনও জাগেনি কারও মনের কোনখানে ।


প্রলয়ের সেই ঝড়েই হলো ছাড়াছাড়ি ।

ঝড় জানি--তোমাকেও ছাড়েনি ,

তুমিও ভেসেছিলে স্রোতে ;

যদিও শেষাবধি তুমি কূল পেলে কোনমতে , 

তোমার হলো বাড়ি ।

তুমি ভালো থাকো , যেখানে আছো সেইখানে ;

খারাপ কিছু যেন কোনদিনও না আসে কানে ।

জেনো--বাকি সব ঠিক আছে ,আমিও ঠিক আছি ;

আমার অনেক আছে সাথী ।

আমার রাত্রি আছে , আঁধার আছে ,

আছে রাতের ঝিঁ ঝিঁ ;

জোনাকিরা জ্বলে নেভে , কথা বলে ;

তুমি ভেবো না , আমি ভালো আছি ,

খুব ভালো আছি ।

--------------------------------------------------------------------