Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন
দৈনিক প্রতিযোগিতা বিষয় - গদ্য কবিতা তাং- 01/02/21.......................শিরোনাম - প্রেমের উপাখ্যান কলমে - সুকৃতী মান্না ...............................
যদি হটাৎ খুব করে তোমাকে পেতে ইচ্ছে হয় ,
আমি খুলে বসবো আমার…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন


দৈনিক প্রতিযোগিতা 

বিষয় - গদ্য কবিতা 

তাং- 01/02/21

.......................

শিরোনাম - প্রেমের উপাখ্যান 

কলমে - সুকৃতী মান্না 

...............................


যদি হটাৎ খুব করে তোমাকে পেতে ইচ্ছে হয় ,


আমি খুলে বসবো আমার শব্দের ছিন্ন ঝুলি।


টুকরো টুকরো শব্দ জোড়া লাগিয়ে লিখবো 

তোমার আমার প্রেমের উপাখ্যান।


লিখবো ভালোবাসার ছন্দে ভরা প্রেম শব্দে গাঁথা  কবিতা ,


যে ছন্দে ছন্দে শুরু হয়েছিল আমাদের পথ চলা।


অথবা লিখবো তোমার আমার গড়ে ওঠা সম্পর্ক  তিল তিল করে ধ্বংসের গল্প কথা।


লেখা শেষ হলে পাঠিয়ে দেব তোমার ঠিকানায় ,


দূর আকাশের ওই শঙ্খচিলের ডানায়।


একটিবার সযত্নে তুলে নিয়ে পড়ো আমার লেখনী


যদি সোনার কাঠির ন্যায় আমার লেখার ছোঁয়ায়

ভাঙে তোমার সব অভিমান ,


তবে পাঠিয়ে দিও তোমার হৃদয় আমার হৃদয়ের ঠিকানায়।


আমি অধির আগ্রহে করিব অপেক্ষা,


খুলিয়া আমার হৃদয় চিলেকোঠার দ্বার।


যদি আসো ফিরে আবারও আমরা দুজন 

দুজনার সব মান - অভিমান ভুলে ,


সাজাবো নতুন সংসার পুরানো ভালোবাসার ছন্দে।


আবারও লিখবো আমাদের নতুন প্রেমের উপাখ্যান,


যে কাহিনী হবে শুরু হবেনা তো শেষ।

               .............@...................