সৃষ্টি সাহিত্য যাপন শিরোনামে কবিতা- -মেঘ-বলাকা কলমে -কৃষ্ণা চট্টোপাধ্যায় মেঘ-বলাকা ভেসে চলে আপন খেয়ালে। তার সাথে কখন যে হলো মিতালি বুঝতেও পারিনি চলছে বেশ মেঘের সাথে আমি । মনে হয় এক হাতে ছুঁয়ে ফেলি মেঘটাকে, ধরে নিয়ে একটু চটকে আ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনামে
কবিতা- -মেঘ-বলাকা
কলমে -কৃষ্ণা চট্টোপাধ্যায়
মেঘ-বলাকা ভেসে চলে
আপন খেয়ালে।
তার সাথে কখন
যে হলো মিতালি
বুঝতেও পারিনি
চলছে বেশ
মেঘের সাথে আমি ।
মনে হয় এক হাতে
ছুঁয়ে ফেলি মেঘটাকে,
ধরে নিয়ে একটু চটকে
আদর করে বলি
"কি রে আয় না
কাছে "।
একটু খেলা করি
মেঘ রোদ্দুর
হয়ে ছুটো ছুটি করি।