★ সৃষ্টি সাহিত্য যাপন★ শিরোনামঃ ম্যান্ডোলিনটা আজও বাজে----★ কলমেঃ সোমা ব্যানার্জী★ ০১/০২/২০২১
শীতার্ত সন্ধ্যার আবছা আবছা কুয়াশায় কে যেন এক মনে বাজিয়ে চলে ম্যান্ডোলিনটাবড্ড চেনা সে মন কেমনের সুর, ল্যম্পপোস্টের আবছা অন্ধকারে বড় অচেন…
★ সৃষ্টি সাহিত্য যাপন
★ শিরোনামঃ ম্যান্ডোলিনটা আজও বাজে----
★ কলমেঃ সোমা ব্যানার্জী
★ ০১/০২/২০২১
শীতার্ত সন্ধ্যার আবছা আবছা কুয়াশায় কে যেন এক মনে বাজিয়ে চলে ম্যান্ডোলিনটা
বড্ড চেনা সে মন কেমনের সুর,
ল্যম্পপোস্টের আবছা অন্ধকারে বড় অচেনা অস্পষ্ট সে অবয়ব।
বাতাসে ভেসে আসে ল্যাভেন্ডার পারফিউমের বাসি গন্ধ।
সে কি আমার হারিয়ে যাওয়া অতীতের কোন স্মৃতি?
পার্কস্ট্রিট গোরস্থানের ঝিম ধরা আসন্ন সন্ধ্যায় তোমার বুকে মাথা রেখে শুনতাম ম্যান্ডোলিনের করুন সুর,
তোমার কালো দাগ ধরা শার্টের কলার আর বাসি ঘামের গন্ধে এক অদ্ভুত মাদকতা ছেয়ে থাকতো,
শ্যাওলা ধরা স্যাঁতস্যাঁতে পোড়া মোমবাতির গন্ধকে ছাপিয়ে যেতো সদ্য আনা কফিনের উপর রাখা একগুচ্ছ গ্লডিওলাসের উজ্জ্বল হলদে রঙ।
হঠাৎ কোন ভয়ে তোমাকে জড়িয়ে ধরে অস্ফুটস্বরে বলতাম
" এ গোরস্থান তোমার এতো প্রিয় কেন? এ যে শেষ হয়ে যাওয়ার গানিতিক চিহ্ন, এখানে তো সৃষ্টি নেই--- আমি যে ফুটে উঠতে চাই"
অট্টহাসির সাথে ম্যান্ডোলিনে উঠত সপ্ত সুরের ঝঙ্কার,
" এটাই জীবনের সত্য--- তাকে মানতে এতো ভয় কেন? "
সময়ের গতিবেগের সাথে ঝোড়ো হাওয়ায় সে বিশ্বাসের পাশে পরেছিলো শেষের যতিচিহ্ন,
সুখী সুখী আদুরে সংসারের সাথে আমার সমান্তরাল আঙ্কিক যতি,
সেটাই বোধহয় সহজ এক পথচলার ' ইসিকল্টু ' সমীকরণ।
বহুবছর পর এক বর্ষামুখর সন্ধ্যায় এমনি এক গোরস্থানে তোমার সদ্য আনা সুগন্ধি কাঠের কফিনে রেখে এসেছিলাম একগুচ্ছ রক্তগোলাপ।
মৃতদেহের মন ভারি করা বাসি গন্ধ চাপা পরেছিলো বৃষ্টি ভেজা জুঁই সুবাসে ।
দূরে কোথাও একটানা বেজে চলেছিলো কোন এক ম্যান্ডোলিনে বড় করুন সুর,
না এবার ভয় করে নি,
সত্যি মেনে নিতে তুমি তো শিখিয়েছিলে--
আরো আরো সে সুর শোনার তীব্র আকাঙ্ক্ষায় আজও নিঝুম সন্ধ্যায় কানপেতে থাকি-- ছুটে যেতে ইচ্ছে করে সে রহস্যে মোরা শ্যওলা শীতল গোরস্থানে।
আজও শীতার্ত সন্ধ্যায় আমি শুনতে পাই সে করুন ম্যান্ডোলিনের সুর,
একবুক নিঃশ্বাস নিয়ে খুঁজে পেতে চাই কালো দাগের কলারের নিচে বাসি ঘামের গন্ধ।
আজও অনুভব করি তোমাকে,
আমার সৃষ্টির মাঝে তুমি বড় বেশি জীবন্ত, যেমন জীবন্ত গোরস্থানের আলো আঁধারি নিঃস্তব্ধতা।