Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ -কবিতাশিরোনাম গোটা একটা দিনকলমে জয়ন্তী ভারতীতারিখ-১৯/০২/২০২১ 
গোটা একটা দিন আমাকে উপহার দেবে? সেদিনটা একান্তই আমার ব্যক্তিগত।দিনটা আমি আমার মতো করে কাটাতে চাই।না, সেদিন তুমি থাকবে না আমার সাথে।আমার সাথে থ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ -কবিতা

শিরোনাম গোটা একটা দিন

কলমে জয়ন্তী ভারতী

তারিখ-১৯/০২/২০২১ 


গোটা একটা দিন আমাকে উপহার দেবে? 

সেদিনটা একান্তই আমার ব্যক্তিগত।

দিনটা আমি আমার মতো করে কাটাতে চাই।

না, সেদিন তুমি থাকবে না আমার সাথে।

আমার সাথে থাকবে আমার একান্ত আপন জনেরা।

আমার গাছ আমার ফুল পাখি মাছ

আর আমার ছোট্ট সোনা রা।

যাদের মা বাবা হয়তো আছে

                     হয়তো নেই।

কোন এক আঁধার রাতে ফেলে গেছে

অন্ধকারের পথে।

আমি এদের মামনি হতে চাই।

আমার আদরে স্নেহে যত্নে এদের বড় করতে চাই।


দিনের শুরু হবে মন্দিরে মাতৃদর্শন দিয়ে।

সেখানে মৃন্ময়ী মায়ের শরীরে মিশে আছে

আমার চিন্ময়ী মা।

তাই মাতৃ দর্শনেই শুরু হোক দিনের শুরু।

তারপর পাখির ডানায় ভর করে

উড়ে যেতে চাই ফুলেদের মাঝে।

তাদের মাথায় হাত বুলিয়ে দিলে

খিলখিলিয়ে হেসে উঠবে সবাই।

পাখিদের মধুর গানে আমি মোহিত হয়ে যাবো।


পড়ন্ত বিকেলে এসে বসবো ঝিলের ধারে।

মাছেরা খুশিতে খেলা দেখাবে আমায়।

দিনের শেষে যখন সূর্য অস্ত যাবে,

অস্তমিত সূর্যের লাল আভা

ছড়িয়ে পড়বে গোটা জলে।

তখন খুব মন খারাপের সময়।

সেই সময় আমি ছোট্ট সোনা দের কাছে যাবো।

তাদের আদর করবো ভালোবাসবো।

মন খারাপ এক নিমেষে উবে যাবে।


দিনের শেষে আমি আবার ফিরে আসবো 

তোমার ই কাছে।

কোথাও হারাবো না, ঠিক ফিরে আসবো।

বলোনা, এমন একটা দিন আমায় উপহার দেবে।

সেই দিন টা হবে আমার জীবনের শ্রেষ্ঠ দিন।

আর সেই মুহূর্তগুলো হবে,

আমার জীবনের শ্রেষ্ঠ মূহুর্তরা।

আমি সযত্নে তাদের বুকের মধ্যে লুকিয়ে রাখবো।

মাঝে মাঝেই তাদের দেখব আর অনুভব করবো।

তারাই হবে আমার বাকি জীবনের

বেঁচে থাকার রসদ।