সৃষ্টি সাহিত্য যাপনঅমর প্রেমকলমে : স্বপন মন্ডল২০/০২/২১
রামু বেচারা কষ্টকরে,ট্রেনে হকারি করেবাজার থেকে বৌ'এর জন্যে সিঙাড়া আনলো কিনে৷আদরমাখা স্নেহ নিয়ে বললো বৌ নে..নেগরম গরম সিঙাড়া খেয়ে,রান্নাটা নে সেরে!রাগে রাঙা চোখটি নিয়ে এল ব…
সৃষ্টি সাহিত্য যাপন
অমর প্রেম
কলমে : স্বপন মন্ডল
২০/০২/২১
রামু বেচারা কষ্টকরে,ট্রেনে হকারি করে
বাজার থেকে বৌ'এর জন্যে সিঙাড়া আনলো কিনে৷
আদরমাখা স্নেহ নিয়ে বললো বৌ নে..নে
গরম গরম সিঙাড়া খেয়ে,রান্নাটা নে সেরে!
রাগে রাঙা চোখটি নিয়ে এল বৌ তেড়ে...
মিনসে আমার সোহাগ করে,সিঙাড়া এনেছে কিনে!
তোর সিঙাড়ার মুখে আগুন,বিরিয়ানি পাসনি বুঝি
রাতে গায়ে হাত দে দেখিস,ঠেলা কারে বলে!
কি লাভ হল তোর বে করে,কি দিছিস আমারে
সোনা-দানা না ভালো কাপড়-চোপড়...
দিছিস,গন্ডাখানেক ছেলে-মেয়ে
মাঝে মাঝে ইচ্ছে করে,তোর মুখে নুড়ো জ্বেলে
কোন সে দূরে পাড়ি দিই,তোরে চিরতরে ছেড়ে!
পারিনে শুধু তোকে বড্ড ভালোবাসি,ভালোবাসি ছেলে-মেয়ে
ক'দিন বা বাঁচবো বল,তাই যাইনি তোকে ছেড়ে!