Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন ।বিভাগ - গদ্য কবিতা।শিরোনাম - আমি।কবি - অরিজিতা ঘোষ।তারিখ- ০৩.০২.২০২১.
হয়তো আছি,বা হয়তো নেই।যা পরে আছে টা হয়তো শুধুই কিছু দায়বদ্ধতা।।দায়বদ্ধতা - জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ওতপ্রোত একটি শব্দ।যার মানেই হলো দায…

 


সৃষ্টি সাহিত্য যাপন ।

বিভাগ - গদ্য কবিতা।

শিরোনাম - আমি।

কবি - অরিজিতা ঘোষ।

তারিখ- ০৩.০২.২০২১.


হয়তো আছি,বা হয়তো নেই।

যা পরে আছে টা হয়তো শুধুই কিছু দায়বদ্ধতা।।

দায়বদ্ধতা - জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ওতপ্রোত একটি শব্দ।

যার মানেই হলো দায়িত্ব।

দায়িত্ব এক অপরকে খুশি রাখার, দায়িত্ব ভালোবাসার,

দায়িত্ব একে অপরের ভালো মন্দের খেয়াল রাখার,

দায়িত্ব নিজের লোক ভুল পথে গেলে তাকে ঠিক পথে ফিরিয়ে আনার।

দায়িত্ব কাউকে সঠিকভাবে মানুষ করার।

দায়িত্ব কাজের জগতে নিজেকে টিকিয়ে রাখার।।

সবই দায়িত্ব,জীবনের পথ চলা শুরু দায়িত্বের ঝুলি কাঁধে চাপিয়ে।।

এ এক এমনই ঝুলি যাকে চাইলেও যায় না ফেলে দেওয়া।

একটু দায়িত্বের অবহেলা,ছুটে আসা অসংখ্য শব্দ তীরের বান।

যাতে ক্ষতবিক্ষত হয় মনের ভেতর,শুধু প্রকাশ পায় না তার রক্তাক্ত ঘা।।

দায়িত্ব আর দায়িত্ব,প্রতিনিয়ত সন্মুখীন হওয়া হাজারো প্রশ্নের।

যার উত্তর সন্ধানে নিজেকেই হতে হয় ব্রতী।।

এই সবের মাঝে কোথায় যেন হারিয়ে গেছে আমি,হারিয়েছে নিজ সত্তা।

ভুলেছি নিজের পছন্দ - অপছন্দের নাম।।

শুধু বেঁচে আছে একটি মানুষ,যার কাঁধে আছে দায়িত্বের ঝুলি।

তাই আজ আমি গেছে হারিয়ে,তার জায়গায় বেঁচে আছে শুধুই তার রূপ।।

---------------*---------------