Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাছের কৃত্রিম প্রজনন

মাছের কৃত্রিম ভাবে প্রজননের মাধ‍্যমে নতুন চারাপোনা তৈরি করছে হলদিয়ার চাউলখোলার মৎস্যচাষি সুব্রত মাইতি।মাছের কৃত্রিম ভাবে প্রজননের মাধ‍্যমে নতুন চারাপোনা তৈরি করছে হলদিয়া চাউলখোলার মাছচাষি সুব্রত মাইতি।জেলা পরিষদ ও হলদিয়া ব্লকের য…

 


মাছের কৃত্রিম ভাবে প্রজননের মাধ‍্যমে নতুন চারাপোনা তৈরি করছে হলদিয়ার চাউলখোলার মৎস্যচাষি সুব্রত মাইতি।

মাছের কৃত্রিম ভাবে প্রজননের মাধ‍্যমে নতুন চারাপোনা তৈরি করছে হলদিয়া চাউলখোলার মাছচাষি সুব্রত মাইতি।জেলা পরিষদ ও হলদিয়া ব্লকের যৌথ সহযোগিতায় তৈরি করেছেন ফিস হ‍্যাচারি।সেখানেই আমুর,পেংবা,রুই,কাতলা,মৃগেল,স্বরপুঁটি,কই,মাগুর সহ একাধিক মাছের কৃত্রিম প্রজননের মাধ‍্যমে সারাবছর ধরে নতুন চারাপোনা তৈরি করছেন ওই যুবক।বলেন স্ত্রী মাছের শরীরে কৃত্রিম লিকুইড ঔষধ প্রয়োগ করে পুরুষ ও স্ত্রী মাছের মধ‍্যে প্রজনন ঘটিয়ে তৈরি করা হয় নতুন চারাপোনা।ওই মাছ চাষি প্রায় ৫ বিঘা জমির উপর তৈরি করেছেন হ‍্যাচারি ও বিশাল মাছের ভেড়ি।সেই ফিস হ‍্যাচারি তে প্রজনন ঘটিয়ে তৈরি হয় নতুন চারাপোনা।এবং মাছের ভেড়িতে সদ‍্য জন্ম নেওয়া মাছের চারাপোনা বড় করে রপ্তানি করা হয় রাজ‍্যের বিভিন্ন জেলায়।হ‍্যাচারি থেকে সদ‍্য ডিম পোনার পাশাপাশি চারাপোনা নিয়ে গিয়েও চাষ করতে পারবেন বলে জানান তিনি।এদিন ওই হ‍্যাচারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের ম‍ৎস‍্য ও প্রাণী কর্মাধক্ষ‍্য আনন্দময় অধিকারী,হলদিয়া ব্লকের মৎস‍্য আধিকারিক সুমন কুমার সাহু,হলদিয়া ব্লকের মৎস‍্য কর্মাধক্ষ‍্য গোকুল চন্দ্র মাজী প্রমুখ।