Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপনকবিতাঃ বাসন্তী ফাগ বেলায়#জয়শ্রী_হালদার
আজ ফাগুনে মন মেতেছেপিক্ কুহরে প্রাণ ভরেছেফাগ্ মলয়ের মাতাল হাওয়ায়হৃদয় হরেছে৷নর-নারী আয় ছুটে আয়হাত মিলিয়ে নাচ্আবির রঙে রাঙ্ তোরা সবভুলিয়ে সকল লাজ্৷সাতরঙাতে মাখা মাখিআবির রঙা…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

কবিতাঃ বাসন্তী ফাগ বেলায়

#জয়শ্রী_হালদার


আজ ফাগুনে মন মেতেছে

পিক্ কুহরে প্রাণ ভরেছে

ফাগ্ মলয়ের মাতাল হাওয়ায়

হৃদয় হরেছে৷

নর-নারী আয় ছুটে আয়

হাত মিলিয়ে নাচ্

আবির রঙে রাঙ্ তোরা সব

ভুলিয়ে সকল লাজ্৷

সাতরঙাতে মাখা মাখি

আবির রঙা মুখ

আহা! সে কি অপরূপা

হৃদয় হরা সুখ৷

সবজে পাড়ের হলদে শাড়ি

খোঁপায় পলাশ ফুল

ফাগ্ থালাতে আবির ভরা

কর্ণে কুন্দ দুল৷

চক্ষু সকল লজ্জারাঙা

প্রেম পুলকে ভরা

ছন্দে ছন্দে মন মেতেছে

নৃত্য চিত্তহরা৷

রঙের খেলা প্রেমের দোলা

মিলমিশিয়ে এক

বন্ধ দুয়ার দে খুলে দে

মন খুলে তুই দ্যাখ৷

বসন্তেরই ফাগুন বাতাস

প্রাণ ভরে তুই নে

মনের সকল ক্লান্তি জরা

সব ঘুচিয়ে দে৷

নৃত্য গীতে ভররে হৃদয় 

ভাসরে প্রেমের দোলায়

প্রাণপুলকে ভরুক প্রীতি

বসন্ত ফাগ্ বেলায়৷

      ----------