কবিতা :: তুমি সেই জীবনানন্দ
কলমে :: সৌমিত্র মুখার্জী
এলে তুমি বাংলায়, অপরূপ রূপের মাঝে। ধরা দিলে তুমি ওগো, নব প্রাতে শুভ ক্ষনে।
তোমারে স্মরণ করি, আজ শুভ জন্মদিনে। ছোট ছো…
কবিতা :: তুমি সেই জীবনানন্দ
কলমে :: সৌমিত্র মুখার্জী
এলে তুমি বাংলায়,
অপরূপ রূপের মাঝে।
ধরা দিলে তুমি ওগো,
নব প্রাতে শুভ ক্ষনে।
তোমারে স্মরণ করি,
আজ শুভ জন্মদিনে।
ছোট ছোট আশাখানি,
রয়ে গেছে স্মৃতি হয়ে।
বাংলার মেঠো পথে,
ছিলে তো আপন মনে।
নদী, মাঠ, ঘাট ধরে ,
জড়ালে বাংলা মায়ের।
শঙ্খচিল উড়ে যেত,
উজ্জ্বল লেখনীর বুকে।
বনলতা সেন আসতো কাছে,
বিদর্ভ নগরের সীমানা হতে।
বাংলা সাহিত্য কতোখানি,
রয়ে গেল ঋণী আজিকে।
সে কথা বলি যে ওগো,
আজ এই শুভ ক্ষণে।
এপার ওপার জুড়ে,
ভুলিনি কেউই তোমারে।
রেখে গেলে যে কলমদানি,
বয়ে চলি আজ সবেমিলে।