সৃষ্টি -সাহিত্য -যাপন “““””””””””””””””””””””””” ♦ কিশলয়♦ “””””””””””””“““ শ্রীস্বদেশ সাধক সরকার “””””””””””””‡”””””””””””””””””” ২৯ শে মাঘ ১৪২৭ / ১২ /০২/২০২১’’’““““““““““““…
সৃষ্টি -সাহিত্য -যাপন
“““”””””””””””””””””””””””
♦ কিশলয়♦
“””””””””””””“““
শ্রীস্বদেশ সাধক সরকার
“””””””””””””‡””””””””””””””””””
২৯ শে মাঘ ১৪২৭ / ১২ /০২/২০২১
’’’“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““
বসন্ত যেন ফুটছে রাস্তায়,অথচ বিবর্ন
ঝড়াপাতা রক্তিম শিমুল ফুলের
অনন্ত যৌবন যেন কিছু বলতে চাই
পুবের আর পছিমের রক্তমাখা
আঙ্গিনায়~
দূরে পলাশ তার মনকে সুদৃঢ় করে~
ঐ যে দেখছ না,কচিপাতা তার
পেলবতায় বলে উঠে~ঐ ঝড়া
পাতা শেখায় নতুনের কথা~বেড়ে
উঠা জীবনের সালোকসংশ্লেষ
আগামী সুর্যোদয়ের ঠিকানা~
কুড়ুল,কবিলদার যতই আক্রমণ
হানুক,প্রকৃতি জানে কে কার
শত্রু ~
শুধু চেনার অপেক্ষা আর চেতনার
বোধোদয় ,চৈতন্যের বিকাশ ডাকে
কিশলয়ের অভিযান~বারবার
প্রকৃতির প্রকৃতিতে পাখিগুলো
বাঁচবার ডানা মেলে নীল আকাশের
তলায় রক্তিম আভায় ।
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””