সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ -কবিতাশিরোনাম- আসবে বসন্তকলমে -জয়ন্তী ভারতীতারিখ-১২/০২/২০২১
আমাদের হাত ধরে বসন্ত আসবে আবারজীবন হাসবে আবার,দেখে নিও প্রিয় ফুটবেই একদিনবুকে বুকে পলাশ সবার।
কাটবে আঁধার দেখো গভীর রাতের শেষেআকাশের রং হবে লা…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ -কবিতা
শিরোনাম- আসবে বসন্ত
কলমে -জয়ন্তী ভারতী
তারিখ-১২/০২/২০২১
আমাদের হাত ধরে বসন্ত আসবে আবার
জীবন হাসবে আবার,
দেখে নিও প্রিয় ফুটবেই একদিন
বুকে বুকে পলাশ সবার।
কাটবে আঁধার দেখো গভীর রাতের শেষে
আকাশের রং হবে লাল,
দেখে নিও প্রিয় আমাদের সম্মুখে
দাঁড়াবে ই নতুন সকাল।
দেখো একদিন কেউ থাকবে না গৃহহীন
মরবেনা দাঙ্গায় পুড়ে,
দেখো একদিন সব আক্রোশ থেমে যাবে
সহানুভূতির হাত ধরে।
সেদিন তুমি আমি চোখের জলে ধুয়ে দেবো
সব রক্তের দাগ,
যেন আগামীর কোন শিশুকে না নিতে হয়,
আমাদের পাপের ভাগ।
দেখো একদিন সব বোমা বন্দুক বেচে
কেনা হবে খাবার সবার,
সৈন্যরা দলবেঁধে গাইবে বাঁচার গান
মিলে যাবে সীমানা আবার।
হয়তো সেদিন তুমি আর আমি থাকবো না
থেকে যাবে আমাদের সব গান,
সে গানের সুরে সুরে
কথা হবে তোমার আমার
কথা হবে তোমার আমার
আসবে বসন্ত আবার।