# কবিতা_ মত্ত# কলমে_ অঞ্জলি মিশ্র
তোমার প্রেমে মত্ত হয়েছি ওগো বসন্ত ঋতুরাজ,ছড়ান রাঙা পলাশ ফুল আঁচলে ভরেছি আজ।
রাঙিয়ে দিয়ে যাও আমাকে রাঙিয়ে দিয়ে যাও,রঙিন প্রেমের ছোঁয়া তুমি …
# কবিতা_ মত্ত
# কলমে_ অঞ্জলি মিশ্র
তোমার প্রেমে মত্ত হয়েছি
ওগো বসন্ত ঋতুরাজ,
ছড়ান রাঙা পলাশ ফুল
আঁচলে ভরেছি আজ।
রাঙিয়ে দিয়ে যাও আমাকে
রাঙিয়ে দিয়ে যাও,
রঙিন প্রেমের ছোঁয়া তুমি
হৃদয় ভরে নাও।
তোমার ছোঁয়ায় হৃদয় জুড়াক
পুলক লাগুক মনে,
দুজনার হাত মিলাব মোরা
আজ শুধু নির্জনে।
দখিণ দুয়ার খোলা থাক আজ
দিয়নাগো বাধা তাকে,
প্রেয়সী তোমার একলাই শুধু
তোমারই খেয়াল রাখে।
***