সৃষ্টি সাহিত্য যাপনকবিতা********উদাসী মেয়েকলমে_রূপসী চৌধুরীতারিখ_২৪/০২/২০২১
ও মেয়ে কেনরে তুই আনমনে আছিস চেয়ে আকাশপানে?বসন্ত কি দেয়নি দোলা তোর মনে? ফাগুন এসেছে ছড়িয়ে যে তার রূপের ডালি নিয়ে।সাজ নারে মেয়ে তুইও তোর মনের মত করে…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা
********
উদাসী মেয়ে
কলমে_রূপসী চৌধুরী
তারিখ_২৪/০২/২০২১
ও মেয়ে কেনরে তুই আনমনে আছিস চেয়ে আকাশপানে?
বসন্ত কি দেয়নি দোলা তোর মনে?
ফাগুন এসেছে ছড়িয়ে যে তার রূপের ডালি নিয়ে।
সাজ নারে মেয়ে তুইও তোর মনের মত করে।
এত কি তুই ভাবিস বসে আপনমনে?
জীবনের রং হারিয়ে তুই ফেলিস নাকো।
বাঁচতে হলে বাঁচিসরে তুই, বাঁচার মত।
এ জগতে হবে না কেউ তোর দুখের সাথী।
তোর সুখেতে ভাব জমাতে হবে সবাই তোরই সাথী।
সবই যদি জানিস তবে দুঃখকে তুই লুকাতে শেখ,
ঠোঁটের কোণে হাসির ঝলক মেখে।
তোর ভালোলাগাতে দে নারে তুই মন বসিয়ে ।
উদাস ভাবে কাটাস নারে সারা বেলা।
গোধুলি আলোয় নিজেকে তুই চিনতে শেখ।
হারিয়ে গেছে যারা জীবন থেকে।
আসবে নাতো ফিরে তারা কোনোদিনও।
কাজেই দুঃখগুলো মনের কোণে রেখে।
সুখ কে যে তোর হবেরে ভাই খুঁজে নিতে ।
হয়তো সবাই ফিসফিসিয়ে বলবে দুচার কথা।
বলে যদি ওরা বলুক না কেন।
জানবি রে মেয়ে তোর ভালো থাকাটাই সবচেয়ে বড় কথা।