Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন দৈনিক কবিতা প্রতিযোগিতা।গদ্য কবিতা। শিরোনাম "আমাদের আছে"কলমে সুনীল বণিক। ১১/০২/২০২১******************।। আমাদের আছে ।।।। সুনীল বণিক ।।*************আমাদের পূজো পার্বণ অঢেল আছে।মিটিং মিছিল আর ভাষণ আছে।ভ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

দৈনিক কবিতা প্রতিযোগিতা।

গদ্য কবিতা। 

শিরোনাম "আমাদের আছে"

কলমে সুনীল বণিক। 

১১/০২/২০২১

******************

।। আমাদের আছে ।।

।। সুনীল বণিক ।।

*************

আমাদের পূজো পার্বণ অঢেল আছে।

মিটিং মিছিল আর ভাষণ আছে।

ভ্যালেন্টাইন্স ডে র মজা আছে।

আমাদের ফ্রেণ্ডশিপ ডে আছে।


আমাদের প্যারেন্টস্ ডে আছে। 

ফুটবল আর ক্রিকেট আছে।

আমাদের বছর বছর পিকনিক আছে।

মেতে থাকার এমন অনেক তথ্য আছে।


আমাদের অলিগলিতে ধর্ষণ আছে।

ধর্ষণ নিয়ে খবরের বর্ষণ আছে।

বিচারের নামে প্রহসন আছে।

কথায় কথায় খুন খারাপী আছে।


আমাদের লোকাল ট্রেনের গপ্প আছে।

নাটক থিয়েটার আর জলসা আছে।

মোড়ের মাথার আড্ডা আছে।

আমাদের বড় দিনের কেক আছে।


পাড়ায় পাড়ায় ক্লাব ঘর আছে।

টাইম পাস করবার টাইম আছে।

সকাল হলেই মাছের বাজার আছে।

রাজায় রাজায় যুদ্ধ আছে।


আমাদের রকমারি ভেল্কি আছে।

দুর্যোগ আর দুঃখ কষ্ট রোজ আছে।

সকলেরই রাজ্য নিয়ে গর্ব আছে। 

আমাদের বেঁচে থাকার নেশা আছে। 

***********0****************